বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
তোমারেই প্রাণের আশা কহিব!
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: পূজা ও প্রার্থনা: ১৬
তোমারেই প্রাণের আশা কহিব!
সুখে-দুখে-শোকে আঁধারে-আলোকে চরণে চাহিয়া
রহিব॥
কেন এ
সংসারে পাঠালে আমারে
তুমিই জান তা প্রভু গো।
তোমারি
আদেশে রহিব এ দেশে,
সুখ দুখ যাহা দিবে সহিব॥
যদি বনে
কভু পথ হারাই, প্রভু,
তোমারি নাম লয়ে ডাকিব।
বড়োই
প্রাণ যবে আকুল হইবে চরণ হৃদয়ে লইব॥
তোমারি
জগতে প্রেম বিলাইব, তোমারি কার্য যা সাধিব-
শেষ হয়ে
গেলে ডেকে নিয়ো কোলে। বিরাম আর কোথা পাইব॥
- পাণ্ডুলিপির
পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায়
নি।
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
- পত্রিকা:
- তত্ত্ববোধিনী (ফাল্গুন ১২৯০)।
ভজন-তাল ছেপকা। পৃষ্ঠা: ২০৯ [নমুনা]
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
-
সুর ও তাল:
- রাগ- আশাবরী-ভৈরবী।
তাল-কাহারবা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস,
ডিসেম্বর
২০০৬],
পৃষ্ঠা: ৫৭ ।
-
রাগ-ভজন।
তাল-কাহারবা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই
২০০১, পৃষ্ঠা: ১০০।