বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: হাতে লয়ে দীপ অগণন
চরাচর কার সিংহাসন
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান
( বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ: পূজা ও
প্রার্থনা ১৭
হাতে লয়ে দীপ অগণন চরাচর কার সিংহাসন
নীরবে করিছে প্রদক্ষিণ।
চারি দিকে কোটি কোটি লোক লয়ে নিজ সুখ দুঃখ শোক
চরণে চাহিয়া চিরদিন।
সূর্য তাঁরে কহে অনিবার, ‘মুখপানে চাহো একবার,
ধরণীরে আলো দিব আমি।’
চন্দ্র কহিতেছে গান গেয়ে, ‘হাসো প্রভু, মোর পানে
চেয়ে,
জ্যোৎস্নাসুধা বিতরিব স্বামী।’
মেঘ গাহে চরণে তাঁহার ‘দেহো, প্রভু, করুণা তোমার,
ছায়া দিব, দিব বৃষ্টিজল।’
বসন্ত গাহিছে অনুক্ষণ, ‘হৃদয়ে দেহো গো প্রেমবারি,
জগতে বিলাব ভালোবাসা।’
‘পূরাও পূরাও মনস্কাম’ কাহারে ডাকিছে অবিশ্রাম
জগতের ভাষাহীন ভাষা॥
-
পাণ্ডুলিপির পাঠ:
পাওয়া যায়নি।
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১৯
ভাদ্র ১৩২১ বঙ্গাব্দ (৫ সেপ্টেম্বর ১৯১৪) সুরুল।
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩
ব্রহ্মসঙ্গীত। রাগিণী-
মিশ্র তাল ঝাঁপতাল।
পৃষ্ঠা:
৪৫৫]
[নমুনা]
-
গান
-
দ্বিতীয় সংস্করণ
[ ইন্ডিয়ান প্রেস
(১৯০৯ খ্রিষ্টাব্দ,
১৩১৬ বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী- মিশ্র তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ৩৮৯-৩৯০
[নমুনা:
৩৮৯,
৩৯০ ]
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০)
রাগিণী- মিশ্র তাল ঝাঁপতাল।
গান সংখ্যা ৩৩৩। পৃষ্ঠা: ৩৩৩-৩৪৫
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ,
শেষাংশ]
-
গীতবিতান
-
অখণ্ড,
তৃতীয়
সংস্করণ
(বিশ্বভারতী,
কার্তিক ১৪১২),
পর্যায়:
পূজা ও প্রার্থনা পর্যায়ের ১৭ সংখ্যক গান ।
-
রবিচ্ছায়া
[সাধারণ
ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত
১৬।
রাগিণী মিশ্র
-তাল ঝাঁপতাল।
পৃষ্ঠা: ১১৪-১১৫। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
রবীন্দ্রগ্রন্থাবলী হিতবাদী (১৩১১ বঙ্গাব্দ)। রাগিণী- মিশ্র তাল ঝাঁপতাল। গান সংখ্যা: ৩৩৩ পৃষ্ঠা: ১০৩৭
[নমুনা]
-
স্বরবিতান পঞ্চচত্বারিংশ (৪৫)
খণ্ড (বিশ্বভারতী,
),
গান
সংখ্যা: ৩০,
পৃষ্ঠা ৭১-৭৫।[নমুনা]
- গ.
সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
- স্বরলিপি:
[স্বরলিপি]
- স্বরলিপিকার:
- সুর
ও তাল:
-
স্বরবিতান পঞ্চচত্বারিংশ (৪৫)
খণ্ডে
(বিশ্বভারতী,
)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি
৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা'
তালে নিবদ্ধ।
- রাগ :
মিশ্র খাম্বাজ। তাল : ঝাঁপতাল। [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
পৃষ্ঠা: ৮৩।
-
রাগ:
কাফি, সিন্ধু।
তাল:
ঝাঁপতাল। [রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ
রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১],
পৃষ্ঠা: ১৪৪।
- বিষয়াঙ্গ:
- সুরাঙ্গ:
- গ্রহস্বর:
- লয়: