বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
জয় রাজরাজেশ্বর! জয় অরূপসুন্দর!
পাঠ ও পাঠভেদ:
১৫
কী দিব তোমায়। নয়নেতে অশ্রুধার,
শোকে হিয়া জরজর হে॥
দিয়ে যাব হে, তোমারি পদতলে
আকুল এ হৃদয়ের ভার॥
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও
গ্রন্থভুক্তি
গ্রন্থ:
রবিচ্ছায়া
(সাধারণ
ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত ২৩।
রাগিণী
আসাবরী- তাল আড়াঠেকা।
পৃষ্ঠা: ১১৯। [নমুনা:
১১৯]
স্বরবিতান পঞ্চচত্বারিংশ
(৪৫) খণ্ডের ১১ সংখ্যক গান।
পৃষ্ঠা ২৯।
সুর ও তাল: রাগ:
মিশ্র আশাবরী। তাল: ত্রিতাল।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৫]