বর্ষ ওই গেল চলে।
কত দোষ করেছি যে, ক্ষমা করো-লহো কোলে
শুধু আপনারে লয়ে সময় গিয়েছে বয়ে-
চাহি নি তোমার পানে, ডাকি নাই পিতা ব’লে ॥
অসীম তোমার দয়া, তুমি সদা আছ কাছে-
অনিমেষ আঁখি তব মুখপানে চেয়ে আছে।
স্মরিয়ে তোমার স্নেহ পুলকে পূরিছে দেহ-
প্রভু গো, তোমারে কভু আর না রহিব ভুলে ॥
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। 'পূজা ও প্রার্থনা' পর্যায়ের ১১ সংখ্যক গান ।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ (জ্যৈষ্ঠ ১৩১৮ বঙ্গাব্দ)। পূরবী-আড়াঠেকা। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত ২৯। রাগিণী পূরবী - আড়াঠেকা পৃষ্ঠা: ১২৪। [নমুনা: ১২৪]
স্বরবিতান সপ্তবিংশ (২৭) খণ্ডের দশম গান। পৃষ্ঠা : ৩১-৩৩।
পত্রিকা: তত্ত্ববোধিনী (জ্যৈষ্ঠ ১২৯০)