বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: কোথা যে উধাও হল
মোর প্রাণ উদাসী
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান ( বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
কোথা যে উধাও হল
মোর প্রাণ উদাসী
আজি
ভরা বাদরে॥
ঘন ঘন গুরু
গুরু গরজিছে,
ঝরো ঝরো নামে
দিকে দিগন্তে জলধারা-
মন ছুটে শূন্যে
শূন্যে অনন্তে অশান্ত বাতাসে ॥
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: গানটির সুনির্দিষ্ট
রচনাকালের সন্ধান পাওয়া যায় নাই। ধারণা করা হয়, 'শেষ বর্ষণ' নাটকটি রচনার সময়
এই গানটি রচিত হয়েছিল। এই নাটকটি মঞ্চস্থ হয় ১৩৩২ বঙ্গাব্দের ভাদ্র মাসে। এই
সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৪ বৎসর ৩-৪ মাস।
[৬৪
বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
ঋতু-উৎসব
[বিশ্বভারতী। ১৩৩৩ বঙ্গাব্দ। শেষ বর্ষণ। নটরাজের গান। পৃষ্ঠা ৯]
[নমুনা]
- গীতবিতানের প্রকৃতি
(বর্ষা-৫৫) পর্যায়ের ৮০
সংখ্যক গান
- শেষ বর্ষণ (ভাদ্র ১৩৩২
বঙ্গাব্দ)। এই নাটকটি মঞ্চস্থ হওয়া উপলক্ষে গানটি প্রকাশিত হয়েছিল।
- শেষ বর্ষণ
(১৩৩৩ বঙ্গাব্দ)। নটরাজের গান। রবীন্দ্ররচনাবলী
অষ্টাদশ (১৮) খণ্ড। (বিশ্বভারতী)। পৃষ্ঠা : ১৪১।
-
স্বরবিতান দ্বিতীয় খণ্ডের
(মাঘ ১৪১২) খণ্ডের ৪৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৫৩-৫৪।
[নমুনা:
মূল স্বরলিপি,
সুরান্তর]
- পত্রিকা:
- সবুজ পত্র (কার্তিক ১৩৩২
বঙ্গাব্দ)
-
শান্তিনিকেতন পত্রিকা (কার্তিক ১৩৩২ বঙ্গাব্দ)।
- গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- ভাঙাগান: এটি
একটি ভাঙা গান।
মূলগান: মিঞামল্লার।
ত্রিতাল
বোল রে পপৈয়রা অব ঘন গরজে।
ঊন ঊন কর আঈ বদরিয়া
বরসন লাগী সদারঙ্গীলে
মম্মদসা দামিনী সি কৌন্দ
চৌন্দ মোরা জিয়রা লরজে॥
-
স্বরলিপি: নমুনা:
মূল স্বরলিপি,
সুরান্তর]
-
স্বরলিপিকার: ১৩৪৩ বঙ্গাব্দে প্রকাশিত স্বরবিতান দ্বিতীয় খণ্ডে
দিনেন্দ্রনাথ
ঠাকুর-কৃত স্বরলিপি গৃহীত হয়েছিল। ১৩৫৫ বঙ্গাব্দের সংস্করণে এই স্বরলিপিটির
পরিবর্তন করা হয়েছিল। ১৩৫৯ বঙ্গাব্দ সংস্করণে প্রথম সংস্করণের সুর বহাল
রাখা হয়েছে।
- সুর
ও তাল:
- রাগ : মল্লার। তাল : আড়াঠেকা
স্বরবিতান দ্বিতীয় খণ্ড (মাঘ ১৪১২)]
স্বরবিতান দ্বিতীয় খণ্ডের ১৩৪৩ সংস্করণে গানটির সাথে রাগ তালের উল্লেখ ছিল না। গানটি ৪।৪
ছন্দে নিবদ্ধ ছিল।
- রাগ: মল্লার।
তাল: আড়াঠেকা [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৭]
-
রাগ:
মিশ্র মিঞা মল্লার। তাল: ঢালা, কাহারবা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৫।]
- গ্রহস্বর-ণা।
- লয়: ঈষৎ বিলম্বিত।