বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
কোথা যে উধাও হল
মোর প্রাণ উদাসী
পাঠ ও পাঠভেদ:
মল্লার। আড়াঠেকা
কোথা যে উধাও হল মোর প্রাণ উদাসী
আজি ভরা বাদরে॥
ঘন ঘন গুরু গুরু গরজিছে,
ঝরো ঝরো নামে দিকে দিগন্তে জলধারা-
মন ছুটে শূন্যে
শূন্যে অনন্তে অশান্ত বাতাসে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
গানটির সুনির্দিষ্ট
রচনাকালের সন্ধান পাওয়া যায় নাই। ধারণা করা হয়, 'শেষ বর্ষণ' নাটকটি রচনার সময়
এই গানটি রচিত হয়েছিল। এই নাটকটি মঞ্চস্থ হয় ১৩৩২ বঙ্গাব্দের ভাদ্র মাসে। এই
সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৪ বৎসর ৩-৪ মাস।
[৬৪
বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ : মল্লার। তাল : আড়াঠেকা [স্বরবিতান দ্বিতীয় (২) খণ্ড (মাঘ ১৪১২)] স্বরবিতান দ্বিতীয় খণ্ডের ১৩৪৩ সংস্করণে গানটির সাথে রাগ তালের উল্লেখ ছিল না। গানটি ৪।৪ ছন্দে নিবদ্ধ ছিল।
রাগ: মিশ্র মিঞা মল্লার। তাল: ঢালা, কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৫।]
গ্রহস্বর-ণা। লয়: ঈষৎ বিলম্বিত।