বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
কিছু তো হল না।
পাঠ ও পাঠভেদ:
কিছু তো হল না।
সেই সব-সেই সব-সেই হাহাকাররব,
সেই অশ্রুবারিধারা, হৃদয়বেদনা॥
কিছুতে মনের মাঝে শান্তি নাহি পাই,
কিছুই না পাইলাম যাহা কিছু চাই।
ভালো তো গো বাসিলাম, ভালোবাসা পাইলাম,
এখনো তো ভালোবাসি- তবুও কী নাই॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। 'কৈশোরক' অংশ। শিরোনাম 'ছায়া'। পৃষ্ঠা: ৯] [নমুনা]
গীতবিতানের নাট্যগীতি পর্যায়ের ১৫ সংখ্যক এবং প্রেম ও প্রকৃতি পর্যায়ের ১০৪ সংখ্যক গান।
রবিচ্ছায়া [সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২। বিবিধ ৪০। ঝিঁঝিট-আড়াঠেকা। পৃষ্ঠা: ৩৬। [নমুনা]
স্বরবিতান পঞ্চত্রিংশ (৩৫) খণ্ডের ১১ সংখ্যক গান। পৃষ্ঠা ৩২-৩৩।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভি.ভি. ওয়াঝলওয়ার তাঁর রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয় প্রবন্ধে 'কিছুই তো হলো না' গানের রাগ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে [পৃষ্ঠা : ৮৪] রাগনাম উল্লেখ করেছেন 'হেমনাট'। একই গ্রন্থের ৮৫ পৃষ্ঠায় উল্লেখ করেছেন 'মিশ্র ঝিঁঝিট' । [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০।]।
রাগ: মিশ্র ঝিঁঝিট। তাল: আড়াঠেকা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৫]