বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
তোরা বসে গাঁথিস মালা
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ: প্রেম ও প্রকৃতি
পর্যায়ের
৪ সংখ্যক গান।
তোরা
বসে গাঁথিস মালা, তারা গলায় পরে।
কখন যে শুকায়ে যায়, ফেলে দেয় অনাদরে॥
তোরা
সুধা করিস দান, তারা শুধু করে পান,
সুধায়
অরুচি হলে ফিরেও তো নাহি চায়-
হৃদয়ের
পাত্রখানি ভেঙে দিয়ে চলে যায়
॥
তোরা
কেবল হাসি দিবি, তারা কেবল বসে আছে-
চোখের
জল দেখিলে তারা আর তো রবে না কাছে।
প্রাণের
ব্যথা প্রাণে রেখে প্রাণের আগুন প্রাণে ঢেকে
পরান ভেঙে মধু দিবি অশ্রুছাঁকা
হাসি হেসে-
বুক ফেটে, কথা না ব’লে
শুকায়ে পড়িবি শেষে॥
RBVMS 85:
পুষ্পাঞ্জলি । রাগ ললিত
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
১২৯১
বঙ্গাব্দে
পুষ্পাঞ্জলির পাণ্ডুলিপিতে এই গানটি পাওয়া যায়। কাদম্বরী দেবীর
মৃত্যুর পর রচিত।এই বিচারে গানটি রবীন্দ্রনাথের
২৩ বৎসর বয়সের রচনা।
নমুনা
[পুষ্পাঞ্জলি]
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান। ললিত-আড়াঠেকা। পৃষ্ঠা: ৪৪২]
[নমুনা]
-
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত। পৃষ্ঠা:
৯২-৯৩। [নমুনা:
৯২,
৯৩]
-
গীতবিতানের প্রেম ও প্রকৃতি পর্যায়ের ৪ সংখ্যক গান।
-
রবিচ্ছায়া
[সাধারণ
ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২। বিবিধ ৬২। ললিত-আড়াঠেকা। পৃষ্ঠা ৫৭]
[নমুনা]
-
স্বরবিতান পঞ্চত্রিংশ
(৩৫)
খণ্ডের ১৯ সংখ্যক গান। পৃষ্ঠা ৫১-৫৩।
[নমুনা]
গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি:
- স্বরলিপিকার:
- সুর ও তাল:
- রাগ : মিশ্র যোগিয়া। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮৩]
-
রাগ:
কালেংড়া। তাল-আড়াঠেকা
;[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস,
ডিসেম্বর
২০০৬,
পৃষ্ঠা: ৫৭ ।
-
রাগ: খট।
তাল-আড়াঠেকা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই
২০০১, পৃষ্ঠা: ১০১
।