বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা: ৪১
শিরোনাম:
তারে দেহো গো আনি।
পাঠ ও পাঠভেদ:
তারে দেহো গো আনি।
ওই রে ফুরায় বুঝি অস্তিম যামিনী॥
একটি শুনিব কথা, একটি শুনাব ব্যথা-
শেষবার দেখে নেব সেই মধুরখানি॥
ওই কোলে জীবনের শেষ সাধ মিটিবে,
ওই কোলে জীবনের শেষ স্বপ্ন ছুটিবে।
জনমে পূরে নি যাহা আজ কি পূরিবে তাহা।
জীবনের সব সাধ ফুরাবে এখনি?।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
স্বরলিপিকার: ইন্দিরাদেবী চৌধুরানী
সুর ও তাল:
রাগ: বেহাগ
রাগ: বেহাগ। তাল: আড়াঠেকা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৫৪]।
গ্রহস্বর: সা