পাঠ ও পাঠভেদ:
অনন্তসাগরমাঝে দাও তরী ভাসাইয়া।
গেছে সুখ, গেছে দুখ, গেছে আশা ফুরাইয়া॥
সম্মুখে অনন্ত রাত্রি, আমরা দুজনে যাত্রী,
সম্মুখে শয়ান সিন্ধু দিগ্বিদিক হারাইয়া॥
জলধি রয়েছে স্থির, ধূ-ধূ করে সিন্ধুতীর,
প্রশান্ত সুনীল নীর নীল শূন্যে মিশাইয়া।
নাহি সাড়া, নাহি শব্দ, মন্ত্রে যেন সব স্তব্ধ,
রজনী আসিছে ধীরে দুই বাহু প্রসারিয়া॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
গেছে সুখ, গেছে দুখ : রবিচ্ছায়া (বৈশাখ ১২৯২)
গেছে
দুখ, গেছে সুখ :
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
রজনী আসিছে ঘিরে :
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
রজনী আসিছে ধীরে :
রবিচ্ছায়া
(বৈশাখ ১২৯২)
'রবিচ্ছায়া' গ্রন্থে 'রজনী' আসিছে ধীরে দুই বাহু প্রসারিয়া' পংক্তির পর এই অংশ আছে : সীমাহীন বারি-রাশি, নীরবে যাইব ভাসি, সীমাহীন শূন্য পানে নীরবে রহিব চাহি। যে দিকে তরঙ্গ যায়, যে দিকে বহিবে বায়, কে জানে কোথায় যাব ভাসিয়া ভাসিয়া গিয়া।
সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ।
ইন্ডিয়ান প্রেস, ১৩১৬ বঙ্গাব্দ।
ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১ বঙ্গাব্দ।
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ) 'গান' অংশ থেকে গৃহীত হয়েছে । পৃষ্ঠা: ১২৩] [নমুনা]
বাগেশ্রী -
আড়ঠেকা
[স্বরবিতান
অষ্টম
(৮)
খণ্ডের (মাঘ
১৪১৫)]
[স্বরলিপি]
রাগ: বাগেশ্রী। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮২]
রাগ: বাগেশ্রী। তাল: আড়াঠেকা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২৩]
রাগ: বাগেশ্রী, কানাড়া। তাল: আড়াঠেকা, ঢালা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৪৬।]
গ্রহস্বর: সা।
লয়: মধ্যলয়।