'রবিচ্ছায়া'
গ্রন্থে 'রজনী' আসিছে ধীরে দুই বাহু প্রসারিয়া' পংক্তির পর এই অংশ আছে :
সীমাহীন বারি-রাশি,
নীরবে যাইব ভাসি,
সীমাহীন শূন্য পানে নীরবে রহিব চাহি।
যে দিকে তরঙ্গ যায়,
যে দিকে বহিবে বায়,
কে জানে কোথায় যাব ভাসিয়া ভাসিয়া গিয়া।
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল
সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় নি।
১৮৮২ খ্রিষ্টাব্দের
২৪ মার্চ-এ
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের রচিত
স্বপ্নময়ী
নাটক প্রকাশিত হয়। এই নাটকের সাথে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল ২০ বৎসর।
প্রথম প্রকাশ: ১২ চৈত্র ১২৮৮, ২৪ মার্চ ১৮৮২ খ্রিষ্টাব্দ।
আদি ব্রাহ্মসমাজ যন্ত্র)। [পঞ্চম অঙ্ক, প্রথম
গর্ভাঙ্ক। সুমতি ও জগতের গান। বাগেশ্রী-খেমটা।]
পৃষ্ঠা: ১৮৮-১৮৯
জ্যোতিরিন্দ্রনাথের নাট্যসংগ্রহ (প্রথম প্রকাশ।
বিশ্বভারতী। অগ্রহায়ণ ১৩৭৬)।
[পঞ্চম অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক।সুমতি ও জগতের গান। বাগেশ্রী-খেমটা। পৃষ্ঠা: ৫৫১-৫৫২।