বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: 
দিন যায় রে দিন যায় বিষাদে-
	
		দিন যায় রে দিন যায় বিষাদে-
		স্বার্থকোলাহলে,
ছলনায়,
বিফলা বাসনায় ॥
		এসেছ ক্ষণতরে,
ক্ষণপরে যাইবে চলে,
		জনম কাটে বৃথায় 
বাদবিবাদে কুমন্ত্রণায় ॥
 
		
	
	- পাণ্ডুলিপির 
	পাঠ: 
	রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় 
	নি। 
- পাঠভেদ: 
- 
তথ্যানুসন্ধান
		- 
		
			ক. রচনাকাল ও স্থান: ১৩০৬ বঙ্গাব্দের ১১ মাঘ  [বুধবার, ২৪ জানুয়ারি ১৯০০ খ্রিষ্টাব্দ] তারিখে, 
		
	সপ্ততিতম 
সাংবৎসরিক মাঘোৎসবের 
		
		অনুষ্ঠিত হয়েছিল। এই উৎসবে সকাল ও 
		সন্ধ্যায় অনুষ্ঠিত উপাসনায় রবীন্দ্রনাথের রচিত মোট ২৩টি গান পরিবেশিত 
		হয়েছিল। এর ভিতরে 'মহাবিশ্বে মহাকাশে মহাকালে' গানটি পূর্বে রচিত। বাকি 
		২২টি গান এই উৎসব উপলক্ষে রচিত। এর ভিতরে এই গানটি সান্ধ্যাকালীন অধিবেশনে 
		পরিবেশিত হয়েছিল। এই সময়ে রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৮ বৎসর ৮-৯ মাস।
 [রবীন্দ্রনাথের 
		৩৮ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
 
- 
		
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	- 
	
	গ্রন্থ:
	
 
- 
	
	পত্রিকা:
		- 
		
		তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩০৬ বঙ্গাব্দ)।
		পিলু-মধ্যমান। পৃষ্ঠা ১৮৭। 
[নমুনা]
 
	- 
	
বিশ্বভারতী পত্রিকা (মাঘ-চৈত্র ১৩৬৪ 
বঙ্গাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল। 
 
- 
	
	পরিবেশনা: 
	১১ মাঘ ১৩০৬ বঙ্গাব্দের
সপ্ততিতম 
সাংবাৎসরিক মাঘোৎসবেরর 
সায়ংকালীন 
		উপাসনায় গানটি পরিবেশিত হয়। 
 
 
- গ.  সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
			- ভাঙা 
			গান:
			
			এটি একটি ভাঙা গান।
			
মূল গান : বেণিজ রয় ননদ [পিলু-মধ্যমান]
রবীন্দ্রসঙ্গীত-গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা 
৮৮।
- 
			
			স্বরলিপিকার: 
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
			
- 
			
			সুর ও তাল:  
			- 
			
			রাগ-পিলু। তাল-মধ্যমান।  তত্ত্ববোধিনী
			
- 
			
			রাগ-পিলু। তাল-আড়াঠেকা। স্বরবিতান-৬২
			
- রাগ-পিলু। তাল-আড়াঠেকা।
				
	
	[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। 
	পৃষ্ঠা: ৫৮]
- 
			
		
			রাগ-পিলু। তাল ঢালা
			 
			[রাগরাগিণীর এলাকায় 
	রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, 
	জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০২।]
	 
				
			
 
- 
			
			বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
			
- 
			
			সুরাঙ্গ: টপ্পাঙ্গ
			
- 
			
			গ্রহস্বর: সা।
- 
			
			গানটি অনেকে ঢালাভাবে গেয়ে থাকেন।