শৈলজারঞ্জন মজুমদার রবীন্দ্রনাথের যে সকল গানের স্বরলিপি করেছিলেন, তার তালিকা
আজি কোন্ সুরে বাঁধিব [স্বর-৬০]
আজি গোধুলি লগনে [স্বর-৫৮]
আজি ঝর ঝর মুখর বাদরদিনে [স্বর-৫৯]
আজি তোমায় আবার চাই শুনাবারে [স্বর-৫৮]
আজি দক্ষিণপবনে [স্বর-৬৩]
আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে [প্রকৃতি-১২৯] [তথ্য]
আজি মেঘ কেটে গেছে [স্বর-৫৮]
আপনহারা মাতোয়ারা [স্বর-৬০]
আমরা দূর আকাশের নেশায় মাতাল [স্বর-৬৩]
আমাদের শান্তিনিকেতন [স্বর-৫৫]
আমার আপন গান [স্বর-৫৯]
আমার নিখিল ভুবন হারালেম [স্বর-৬১]
আমার প্রাণের মাঝে আছে কি [স্বর-৫৯]
আমার প্রিয়ার ছায়া আকাশে [স্বর-৫৫]
আমার মন কেমন করে [স্বর-৫৯]
আমার যে দিন ভেসে গেছে [স্বর-৫৩]
আমার যেতে সরে না মন [স্বর-৬০]
আমারে কে নিবি ভাই [স্বর-২৮]
আমি আশায় আশায় থাকি [স্বর-৫৯]
আমি একলা চলেছি এ ভবে [স্বর-২৮]
আমি কী গান গাবো যে [স্বর-৫৯]
আমি তখন ছিলেম মগন [স্বর-৫৩]
আমি তোমার মাটির কন্যা [স্বর-৫৯]
আমি যখন ছিলেম অন্ধ [স্বর-২]
আমি যে গান গাই [স্বর-৫৯]
আমি রূপে তোমায় [স্বর-৪২]
আমি শ্রাবণ আকাশে ওই
আর নহে, আর নহে [স্বর-৬১]
আর নাই যে দেরি [স্বর-৭]
উদাসিনী-বেশে বিদেশিনী [স্বর-৫৯]
উলঙ্গিনী নাচে রণরঙ্গে [স্বর-২৮]
এই উদাসী হাওয়ার পথে পথে [স্বর-৫৯]
একদিন চিনে নেবে তারে [স্বর-৫৩]
এসেছিনু দ্বারে তব [স্বর-৬৩]
এসেছিলে তবু আস নাই [স্বর-৫৮]
এসো গো, জ্বেলে দিয়ে যাও [স্বর-৫৮]
ওগো আমার চির-অচেনা [স্বর-৫৯]
ওগো কিশোর, আজি তোমার [স্বর-৬০]
ওগো তুমি পঞ্চদশী [স্বর-৫৮]
ওগো পড়িশিনি, শুনি বনপথে [স্বর-৬০]
ওগো পথের সাথী [স্বর-৪২]
ওগো পুরবাসী [স্বর-২৮]
ওগো সাঁওতালি ছেলে [স্বর-৫৩]
ওগো স্বপ্নস্বরূপিণী [স্বর-৬৩]
ওরে জাগায়ো না [স্বর-৫৩]
ওরে নূতন যুগের ভোরে [স্বর-৪৭]
এই কথাটাই ছিলেম ভুলে [স্বর-৭]
এখন আর দেরি নয় [স্বর-৩৬]
এবার তো যৌবনের কাছে [স্বর-৭]
আমি তোমার সঙ্গে বেধেছি [স্বর-৫৩]
কাছে থেকে দূর রচিল [প্রেম-২৬৯] [তথ্য]
কাছে ছিলে দূরে গেলে [স্বর-৬১]
কিছু বলব ব'লে এসেছিলেম [স্বর-৫৩]
কোন্ গহন অরণ্যে তারে [প্রেম-২৬৮] [তথ্য]
কোন্ সে ঝড়ের ভুল [স্বর-৬১]
কোথাও আমার হারিয়ে যাওয়ার [স্বর-৬৩, সুরান্তর ও পাঠান্তর]
গোধূলিলগনে মেঘে ঢেকেছিল [স্বর-৫৮]
চলো যাই চলো, যাই চলো [স্বর-৪৭]
চিনিলে না আমারে কি [স্বর-৫৩]
ছি ছি, মরি লাজে [স্বর-৬১]
ছিন্ন শিকল পায়ে নিয়ে [স্বর-৬১]
জানি জানি তুমি এসেছ এ পথে [স্বর-৫৮]
ডেকো না আমারে, ডেকো না [স্বর-৬১]
তুমি কোন ভাঙনের পথে এলে [স্বর-৫৯]
তুমি যে আমারে চাও [স্বর-৬০]
তোমায় সাজাব যতনে [স্বর-৫৫]
তোমার মনের একটি কথা [স্বর-৫৮]
তোমার হাতে রাখীখানি [স্বর-৬০]
থাকতে আর তো পারলি নে মা [স্বর-২৮]
থামাও রিমিকি-ঝিমিকি বরিষন [স্বর-৫৮]
দিনান্তবেলায় শেষের ফসল [স্বর-৫৯]
দুঃখরাতে, হে নাথ [স্বর-৬০]
দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে [স্বর-৬১]
দোষী করিব না [স্বর-৬৩]
দৈবে তুমি কখন নেশায় পেয়ে
ধূসর জীবনের ...ম্লানস্মৃতি [স্বর-৫৩]
ধূসর জীবনের...যেই স্মৃতি [স্বর-৫৩, ৬২]
নমো নমো শচীচিতরঞ্জন [স্বর-৫৩]
নব জীবনের যাত্রাপথে [স্বর-৫৫]
না চাহিলে যারে পাওয়া যায় [স্বর-৫৯]
নিবিড় মেঘের ছায়ায় [স্বর-৫৯]
নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে [স্বর-৬২]
নীল নবঘনে আষাঢ় গগনে [স্বর-৫৯]
নীলাঞ্জনছায়া, প্রফুল্ল কদম্ববন [প্রেম-২৫৮] [তথ্য] [স্বরবিতান দ্বিতীয় খণ্ডের সুরান্তর]
প্রেম এসেছিলে নিঃশব্দচরণে [স্বর-৫৩]
প্রেমের মিলনদিনে সত্য সাক্ষী যিনি [স্বর-৫৫]
ফাগুনের নবীন আনন্দে [স্বর-৫]
ফুরালো ফুরালো এবার [স্বর-৫৩]
ফিরে ফিরে আমার মিছে ডাক [স্বর-৫৩]
বর্ষণমন্দ্রিত অন্ধকারে [স্বর-৫৮]
বসন্ত সে যায় হেসে [স্বর-৫৩]
বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক [স্বর-৫, সুরান্তর]
বাণী মোর নাহি [স্বর-৬৩]
বাদলদিনের প্রথম কদম ফুল [স্বর-৫৮]
বারতা পেয়েছি মনে মনে [স্বর-৫৩]
বাহির হলেম আমি [স্বর-৬০]
বিদায় নিয়ে গিয়েছিলেম [স্বর-৭]
ভুল কোরো না গো [স্বর-৬১]
মন মোর মেঘের সঙ্গী [স্বর-৫৩]
মনে কি দ্বিধা রেখে গেলে চলে [স্বর-৫৮]
মম দুঃখের সাধন [স্বর-৫৯]
মুখখানি কর মলিন বিধূর [স্বর-৫৩]
মেঘছায়ে সজল বায়ে মন আমার [প্রেম-১০৮] [তথ্য]
মোর ভাবনারে কিঈ হাওয়ায় মাতালো [স্বর-৫৮]
যদি হায় জীবন পূরণ নাই হল [স্বর-৫৯]
যাক্ ছিঁড়ে,যাক্ ছিঁড়ে যাক্ [স্বর-৬১]
যারে নিজে তুমি ভাসিয়েছিলে [পূজা-১৯৬] [তথ্য]
যে ছিল আমার স্বপনচারিণী [স্বর-৬১]
যেয়ো না,যেয়ো না, যেয়ো না ফিরে [স্বর-৬১]
রিমিকি ঝিমিকি ঝরে [স্বর-৫৮]
শুভমিলনলগনে বাজুক বাঁশি [স্বর-৬১]
শেষ গানেরই রেশ নিয়ে যাও [স্বর-৫৯]
শ্রাবণের গগনের গায় [স্বর-৫৩]
সকল কলুষতামসহর, জয় হোক তব জয় [স্বর-১৩]
সখী, তোরা দেখে যা এবার [স্বর-৫৯]
সন্ন্যাসী যে জাগিল ওই [স্বর-৬২]
সবারে করি আহ্বান [স্বর-২০, সুরান্তর]
সমুখে শান্তিপারাবার [স্বর-৫৫]
স্বপ্নে আমার মনে হলো [স্বর-৫৮]
হায় হতভাগিনী [স্বর-৬১]
হৃদয় আমার নাচে রে আজিকে [স্বর-৫৮]
হৃদয় হৃদয় আসি [স্বর-৬০]
হে নিরুপমা, গানে যদি লাগে [স্বর-৫৯]
হে সখা বারতা পেয়েছি [স্বর-৫৩]
শৈলজারঞ্জন মজুমদার-কৃত সংশোধিত স্বরলিপি
আমি সংসারে মন দিয়েছিনু [স্বর-২৭]। শ্রীপ্রফুল্লকুমার দাস-কৃত, শৈলজারঞ্জন মজুমদারকৃত পরিমার্জিত
অন্ধজনে দেহ আলো [স্বর-২৭]। শ্রীপ্রফুল্লকুমার দাস-কৃত, শৈলজারঞ্জন মজুমদারকৃত পরিমার্জিত।
শৈলজারঞ্জন মজুমদার-কৃত নৃত্যনাট্যের স্বরলিপি
চিত্রাঙ্গদা ['মা মিৎ কিল ত্বং' ব্যতীত সম্পূর্ণ নৃত্যনাটের গান]
চণ্ডালিকা [এই গ্রন্থের
৭টি গানের স্বরলিপিকার দিনেন্দ্রনাথ ঠাকুর। বাকি সকল গানের স্বরলিপিকার
শৈলজারঞ্জন মজুমদার। যে ৭টি গানের স্বরলিপিকার দিনেন্দ্রনাথ ঠাকুর করেছিলেন,
সেগুলো হলো
১. মাটি তোদের ডাক দিয়েছ
২. ফুল বলে ধন্য আমি
৩. বলে দাও জল
৪. চক্ষে আমার তৃষ্ণা
৫. আমায় দোষী করো
৬. যায় যদি যাক সাগরতীরে
৭. দুঃখ দিয়ে মেটাব]
শ্যামা ['হে বিরহী হায়' গানটির স্বরলিপি শৈলজারঞ্জন মজুমদার করেন]
শৈলজারঞ্জন মজুমদার সম্পাদিত স্বরবিতানের তালিকা
স্বরিবতান ৩ (বৈশাখ, ১৩৪৫)
স্বরিবতান ৪ (চৈত্র, ১৩৪৬)
স্বরিবতান ৫ (জ্যৈষ্ঠ, ১৩৪৯)
স্বরবিতান ১৯, শ্যামা (ভাদ্র ১৩৪৬)
স্বরবিতান ৩০, দ্বিতীয় সংস্করণ [১৩৪৫]
স্বরবিতানের যে সকল খণ্ড প্রকাশের ক্ষেত্রে তিনি বিশেষ সহায়তা করেছিলেন।
স্বরিবতান ৭ (১৩৫৫)
স্বরবিতান ৩৬ (১৩৬১)