বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
প্রভু,
বলো বলো কবে
পাঠ ও পাঠভেদ:
প্রভু, বলো বলো কবে
তোমার পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে ॥
তোমার বনের রাঙা ধূলি ফুটায় পূজার কুসুমগুলি,
সেই ধূলি হায় কখন আমায় আপন করি লবে ?
প্রণাম দিতে চরণতলে ধুলার কাঙাল যাত্রীদলে
চলে যারা, আপন ব’লে চিনবে আমায় সবে ॥
পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 171] [নমুনা]
পাঠভেদ: RBVBMS 171 -এর সাথে গীতবিতানের পাঠভেদ রয়েছে।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
রাজা নাটকের অভিনয়যোগ্য করে রবীন্দ্রনাথ
অরূপরতন
নাটকটি রচনা করেন। এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ১৩২৬ বঙ্গাব্দের মাঘ মাসে। এই
গ্রন্থে রবীন্দ্রনাথ নতুন ৮টি গান যুক্ত করেছিলেন। তখন এই আটটি গানের ভিতরে এই গানটি ছিল
না।অরূপরতন
নাটকটির দ্বিতীয়
সংস্করণ প্রকাশিত হয়
১৩৪২ বঙ্গাব্দের
কার্তিক মাসে। এই সময়
গানটি প্রথম দৃশ্যে
সুরঙ্গমা’র
গান হিসেবে ব্যবহার করা হয়েছিল।
গানটি প্রকাশকালের কাছাকাছি সময়ে রচিত, এমন বিবেচনায় ধারণা করা যায়, গানটি
রবীন্দ্রনাথের ৭৪ বৎসর ৪-৫
মাস
বয়সের রচনা।
[রবীন্দ্রনাথের
৭৪ বৎসর
অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ)। গান সংখ্যা ২২। পৃষ্ঠা: ২৪-২৫। [নমুনা: ২৪, ২৫]
স্বরবিতান
দ্বিচত্বারিংশ (৪২,অরূপরতন)
খণ্ডের
(চৈত্র ১৪১৩)
৪র্থ গান।
পৃষ্ঠা ১৫-১৬।
প্রকাশের
কালানুক্রম:
১৩৪২ বঙ্গাব্দের
কার্তিক মাসে
'অরূপরতন'-এ গানটি প্রথম
অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল।
১৩৪৮
খ্রিষ্টাব্দে প্রকাশিত গীতবিতানের প্রথম খণ্ডের দ্বিতীয় সংস্করণে এই গানটি
গৃহীত হয় পূজা পর্যায়ে। ১৩৮০ বঙ্গাব্দে প্রকাশিত গীতবিতানের অখণ্ড সংস্করণে
পূজা পর্যায়ের ৫৫ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়।
গ্রহস্বর: সমা।
লয়: মধ্য।