৭৪ বৎসর অতিক্রান্ত বয়স
২৫ বৈশাখ ১৩৪২ বঙ্গাব্দ থেকে ২৪ বৈশাখ ১৩৪৩ বঙ্গাব্দ পর্যন্ত (৭ মে ১৯৩৫- ৬ মে ১৯৩৬ খ্রিষ্টাব্দ)
এই বছরে রচিত গানের তালিকা
জানি জানি
তুমি এসেছ এ পথে [প্রেম-৪৪,
প্রেম ও প্রকৃতি -৮৬]
[তথ্য]
আমার কী বেদনা
সে কি জানো [প্রেম ও প্রকৃতি ৮৮] [তথ্য]
কাঁটাবনবিহারিণী
সুর-কানা দেবী [বিচিত্র-১১৯] [তথ্য]
আমরা না-গান গাওয়ার দল [বিচিত্র-১২০] [তথ্য]
চলে যাবি এই যদি
[প্রেম ও প্রকৃতি ৮৯] [তথ্য]
প্রভু , বলো বলো কবে [পূজা ৫৫]
[তথ্য]
চিত্রাঙ্গদা - নৃত্যনাট্য (গান সংযুক্ত করতে হবে) সূত্র:
রচনা- বৈশাখ ১৩৪২।
রচনা - ২১ শ্রাবণ ১৩৪২ ( ৬ আগস্ট ১৯৩৫ ) [শান্তিনিকেতন]
রচনা - ২২ শ্রাবণ ১৩৪২ ( ৭ আগস্ট ১৯৩৫ ) [শান্তিনিকেতন]
রচনা -
২৩ শ্রাবণ ১৩৪২ ( ৮ আগস্ট ১৯৩৫ ) [ শান্তিনিকেতন ]
কী বেদনা মোর জানো [প্রেম ও প্রকৃতি-৮৭] [তথ্য]
রচনা - ২৮ শ্রাবণ ১৩৪২ ( ১৩ আগস্ট ১৯৩৫ ) [ শান্তিনিকেতন ]
রচনা - ২৮ শ্রাবণ ১৩৪২
( ১৩ আগস্ট ১৯৩৫ ) [ শান্তিনিকেতন ]
রচনা -
৪ ভাদ্র ১৩৪২ ( ২১ আগস্ট ১৯৩৫ )।
রচনা -
৪ ভাদ্র ১৩৪২ ( ২১ আগস্ট ১৯৩৫ )।
পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে
[বিচিত্র-১১৭] [তথ্য]
রচনা -
৬ ভাদ্র ১৩৪২ ( ২৩ আগস্ট ১৯৩৫ )।
ও ভাই কানাই,
কারে জানাই [বিচিত্র-১১৮] [তথ্য]
রচনা -
৭ ভাদ্র ১৩৪২ ( ২৪ আগস্ট ১৯৩৫ )।
আমার অন্ধপ্রদীপ শূন্য-পানে
চেয়ে আছে।
[বিচিত্র-১৭]
[তথ্য]
রচনা - ৭ ভাদ্র ১৩৪২ (
২৪ আগস্ট ১৯৩৫ ) ।
এস' এস' বসন্ত, ধরাতলে [প্রকৃতি-১৮৯]
[তথ্য]
রাজা নাটকের অভিনয়যোগ্য করে রবীন্দ্রনাথ
অরূপরতন
নাটকটি রচনা করেন। এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ১৩২৬ বঙ্গাব্দের মাঘ মাসে। এই
গ্রন্থে রবীন্দ্রনাথ নতুন ৮টি গান যুক্ত করেছিলেন।
অরূপরতন
নাটকটির দ্বিতীয়
সংস্করণ প্রকাশিত হয়
১৩৪২ বঙ্গাব্দের
কার্তিক মাসে। এই সময় একটি
গান প্রথম দৃশ্যে সুরঙ্গমা’র
গান হিসেবে ব্যবহার করা হয়েছিল।
এই গানটি হলো-
তৃষ্ণার শান্তি,
সুন্দরকান্তি [প্রকৃতি-১১৬]
[তথ্য]
গীতবিতান কালানুক্রমিক সূচী। প্রভাতকুমার মুখোপাধ্যায়। টেগোর রিসার্চ ইনস্টিটিউট,
কলকাতা। পৃষ্ঠা: ২৬২-২৭০