বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
তুমি
এ-পার ও-পার কর কে গো ওগো খেয়ার নেয়ে
?
পাঠ
ও পাঠভেদ:
তুমি এ-পার ও-পার কর কে গো ওগো খেয়ার নেয়ে ?
আমি ঘরের দ্বারে বসে বসে দেখি যে সব চেয়ে ॥
ভাঙিলে হাট দলে দলে সবাই যবে ঘরে চলে
আমি তখন মনে ভাবি আমিও যাই ধেয়ে ॥
দেখি সন্ধ্যাবেলা ও পার-পানে তরণী যাও বেয়ে।
দেখে মন যে আমার কেমন করে, ওঠে যে গান গেয়ে
ওগো খেয়ার নেয়ে ॥
কালো জলের কলকলে আঁখি আমার ছলছলে,
ও পার হতে সোনার আভা পরান ফেলে ছেয়ে।
দেখি তোমার মুখে কথাটি নাই ওগো খেয়ার নেয়ে—
কী যে তোমার চোখে লেখা আছে দেখি যে সব চেয়ে
ওগো খেয়ার নেয়ে।
আমার মুখে ক্ষণতরে যদি তোমার আঁখি পড়ে
আমি তখন মনে ভাবি আমিও যাই ধেয়ে
ওগো খেয়ার নেয়ে ॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 110 (i) [নমুনা প্রথমাংশ শেষাংশ]
তথ্যানুসন্ধান
[
রবীন্দ্রনাথের ৪৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
রেকর্ডসূত্র: পাওয়া যায় নি।
প্রকাশের কালানুক্রম: গানটি প্রথম প্রকাশিত হয়ৈছিল
স্বরলিপি: [নমুনা]
স্বরলিপিকার:
শৈলজারঞ্জন মজুমদার
[শৈলজারঞ্জন মজুমদার-কৃত
স্বরলিপির তালিকা]।
রাগ ও তাল:
স্বরবিতান-৬০-এ গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন দেখানো হয়েছে, ৩।৩ ছন্দ ; অর্থাৎ তালটি ' দাদরা' হিসাবে গণ্য করা যেতে পারে।
রাগ: পিলু।
তাল: দাদরা।
[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৫৪]।
গ্রহস্বর-সা।
লয়-মধ্য।