বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা : 
শিরোনাম: 
 মেঘছায়ে সজল বায়ে মন আমার 
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
      মেঘছায়ে 
সজল বায়ে মন আমার 
উতলা করে সারাবেলা কার লুপ্ত হাসি, সুপ্ত 
বেদনা হায় রে॥
কোন্ বসন্তের নিশীথে যে বকুলমালাখানি 
পরালে
তার   দলগুলি গেছে ঝরে, শুধু 
গন্ধ ভাসে প্রাণে॥
জানি   ফিরিবে না আর ফিরিবে না, 
জানি তব পথ গেছে সুদূরে।
পারিলে না তবু পারিলে না চিরশূন্য করিতে 
ভূবন   মম-
তুমি   নিয়ে গেছ মোর বাঁশিখানি, 
দিয়ে গেছ তোমার গান॥
	
	- 
	পাণ্ডুলিপির পাঠ:
	
	
	RBVBMS 180 [ছড়ার ছবি, প্রান্তিক, 
	সেঁজুতিও অন্যান্য] [নমুনা]
- 	পাঠভেদ:	পাওয়া যায় নি- তথ্যানুসন্ধান:
		- 
		ক. রচনাকাল ও স্থান: 
		 প্রভাতকুমার 
		মুখোপাধ্যায় তাঁর 'রবীন্দ্রসঙ্গীত কালানুক্রমিক সূচি' গ্রন্থে এই গানটির 
		রচনাকাল সম্পর্কে উল্লেখ করেছেন- '১৯৩৭ সালের বর্ষামঙ্গল উৎসবের রিহার্সলের 
		সময় রচিত'।
		এই সময় 
রবীন্দ্রনাথের 
		বয়স ছিল ৭৬ বৎসর।
		
 
 উল্লেখ্য,
		
১৩৪৪ বঙ্গাব্দের (১৯৩৭ খ্রিষ্টাব্দ) ৩০শে শ্রাবণ 
শান্তিনিকেতনে 'বর্ষামঙ্গল' উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আশ্রমের অধ্যাপক 
নিত্যানন্দ বিনোদ গোস্বামীর পুত্র বীরেশ্বরের হঠাৎ মৃত্যু হয়। এই কারণে এই উৎসবটি 
স্থগিত করা হয়। এই উৎসব উপলক্ষে রবীন্দ্র ১৬টি গান রচনা করেছিলেন।
 [রবীন্দ্রনাথের 
		৭৬ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
 
- 
		
		খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
 
প্রেম পর্যায়, প্রেম বৈচিত্র্য ৮১। পৃষ্ঠা: 
				৪৬]  [নমুনা]- 
				
				অখণ্ড সংস্করণ, তৃতীয় 
				সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।
				
প্রেম  (প্রেম 
বৈচিত্র্য-৪৬) পর্যায়ের 
১০৮ সংখ্যক গান। 
স্বরবিতান 
অষ্টপঞ্চাশত্তম (৫৮) খণ্ডের (জ্যৈষ্ঠ ১৪১৩) ২০ সংখ্যক গান। পৃষ্ঠা: 
			৬৪-৬৬।
		
			
			পত্রিকা:
			-  প্রবাসী 
			[কার্তিক ১৩৪৪। বর্ষামঙ্গল। গীতিগুচ্ছ্ ১০। পৃষ্ঠা: ৫-৬] 
			[নমুনা:
			
			প্রথমাংশ,
			
			শেষাংশ]
রেকর্ডসূত্র: রেকর্ডসূত্র পাওয়া যায় নি।
			প্রকাশের 
		কালানুক্রম:  ১৩৪৪ 
			বঙ্গাব্দের ১৯ ও ২০ ভাদ্র, কলকাতার 'ছায়া' সিনেমা হলে 
			'বর্ষামঙ্গল' 
			মঞ্চস্থ হয়েছিল। উক্ত সঙ্গীতানুষ্ঠানে এই গানটি পরিবেশিত হয়েছিল ১০ 
			সংখ্যক গান হিসেবে। প্রবাসী পত্রিকার 'কার্তিক ১৩৪৪ বঙ্গাব্দ' সংখ্যায় 
			গানটির বাণী মুদ্রিত হয়েছিল।
			
			
			
			
			
			১৩৪৮ বঙ্গাব্দের আশ্বিন 
			মাসে প্রকাশিত 
			
			
			গীতবিতান -এর 
				দ্বিতীয় খণ্ড, 
				দ্বিতীয় সংস্করণ
			গানটি প্রথম অন্তর্ভুক্ত প্রেম পর্যায়ের 'প্রেম-বৈচিত্র্য'
			 ৪৬ সংখ্যক গান হিসেবে। 
			১৩৭১ বঙ্গাব্দের 
			আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের প্রথম সংস্করণ এবং 
			
			
			
			
			১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে প্রকাশিত 
			
			
			
			
			তৃতীয় সংস্করণে 
			গানটি  
			
			
			প্রেম 
			পর্যায়ের 'প্রেম-বৈচিত্র্য'
			
			
			
			১
			০৮ সংখ্যক গান হিসেবেই অন্তর্ভুক্ত হয়েছিল।
 
		
		গ.
		
		সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
				
				স্বরবিতান অষ্টপঞ্চাশত্তম 
				(৫৮) খণ্ডের (জ্যৈষ্ঠ ১৪১৩),
				
				
				গৃহীত স্বরলিপিতে 
রাগ-তালের উল্লেখ নেই। 
				উক্ত স্বরলিপিটি ২/২ 
মাত্রা ছন্দে নিবদ্ধ
				গান।
				
				রাগ : 
				কাফি-কানাড়া। [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। 
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা: ৭০]
				
				
				
				
				রাগ:
				
				কাফি-কানাড়া। 
			তাল: ২+২ ছন্দ। 
				[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি 
১৯৯৩)। পৃষ্ঠা: ৭৩]।
				
				রাগ:
				
সাহানা, 
			মিঞা মল্লার। তাল: কাহারবা। 
				[রাগরাগিণীর 
			এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা:
				১২৭।
				
				
				
				গ্রহস্বর: পা
				
				
				লয়: মধ্য