৭৬ বৎসর অতিক্রান্ত বয়স
২৫ বৈশাখ ১৩৪৪ বঙ্গাব্দ থেকে ২৪ বৈশাখ ১৩৪৫ বঙ্গাব্দ পর্যন্ত (৭ মে ১৯৩৭- ৬ মে ১৯৩৮ খ্রিষ্টাব্দ)
প্রভাতকুমার
মুখোপাধ্যায় তাঁর 'রবীন্দ্রসঙ্গীত কালানুক্রমিক সূচি' গ্রন্থে এই গানটির রচনাকাল
সম্পর্কে উল্লেখ করেছেন- '১৯৩৭ সালের বর্ষামঙ্গল উৎসবের রিহার্সলের সময় রচিত'।
উল্লেখ্য, ১৩৪৪ বঙ্গাব্দের ৩০শে শ্রাবণ
শান্তিনিকেতনে 'বর্ষামঙ্গল' উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আশ্রমের অধ্যাপক
নিত্যানন্দ বিনোদ গোস্বামীর পুত্র বীরেশ্বরের হঠাৎ মৃত্যু হয়। এই কারণে এই উৎসবটি
স্থগিত করা হয়। এই উৎসব উপলক্ষে রবীন্দ্র ১৬টি কিছু গান রচনা করেন। এই গানগুলো হলো-
নব বসন্তের
দানের ডালি [প্রকৃতি-১৮৮] [তথ্য]
আমার মালার
ফুলের দলে [প্রকৃতি-২৭১] [তথ্য] (গান যুক্ত করতে হবে) সূত্র:
চন্ডালিকা নৃত্যনাট্যের
গানসমূহ
গীতবিতান কালানুক্রমিক সূচী। প্রভাতকুমার মুখোপাধ্যায়। টেগোর রিসার্চ ইনস্টিটিউট,
কলকাতা। পৃষ্ঠা: ২৭৮ - ২৮৮