বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আজি
পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রকৃতি (উপ-বিভাগ : বর্ষা-৮৫) পর্যায়ের ১১০ সংখ্যক গান।
আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো বকুলফুলের দুলে,
যেন মেঘরাগিণীরচিত কী সুর দুলালো কর্ণমূলে॥
ওরা চলেছে কুঞ্জচ্ছায়াবীথিকায় হাস্যকল্লোল-উছল গীতিকায়
বেণুমর্মরমুখর পবনে তরঙ্গ তুলে॥
আজি নীপশাখায়-শাখায় দুলিছে পুষ্পদোলা,
আজি কূলে কূলে তরল প্রলাপে যমুনা কলরোলা।
মেঘপুঞ্জ গরজে গুরু গুরু, বনের বক্ষ কাঁপে দুরু দুরু-
স্বপ্নলোকে পথ হারানু মনের ভুলে॥
পাণ্ডুলিপির পাঠ:
Ms. 180A
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩৪৪ বঙ্গাব্দের ৩০শে শ্রাবণ শান্তিনিকেতনে বর্ষামঙ্গল উৎসবের আয়োজন করা হয়েছিল। কিন্তু আশ্রমের ছাত্র বীরেশ্বর গোস্বামী (আশ্রমের অধ্যাপক নিত্যানন্দ গোস্বামীর পুত্র) হঠাৎ মৃত্যুবরণ করলে, অনুষ্ঠানটি স্থগিত করা হয়। পরে কলকাতার 'ছায়া' রঙ্গমঞ্চে বর্ষামঙ্গল অনুষ্ঠিত হয়। প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর 'রবীন্দ্রসঙ্গীত কালানুক্রমিক সূচি' গ্রন্থে গানগুলোর রচনাকাল শ্রাবণের ১৫ থেকে ৩০ তারিখের ভিতরে রচিত বলে উল্লেখ করেছেন। এই অনুষ্ঠানে মোট ষোলটি গান পরিবেশিত হয়; এই গানটি এর অন্তর্ভূক্ত ছিল। এ বিচারে বলা যায়, গানটি রবীন্দ্রনাথের ৭৬ বৎসর ৩ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: গানটির স্বরলিপি নাই।