প্রবাসী
বাংলাভাষায় প্রকাশিত
একটি মাসিক পত্রিকা। এলাহাবাদ কায়স্থ পাঠশালার (কলেজ) অধ্যক্ষ শ্রীরামানন্দ
চট্টোপাধ্যায় এলাহাবাদ থেকে এই পত্রিকাটি প্রকাশ শুরু করেন। বাংলার বাইরে
থেকে অর্থাৎ
প্রবাস থেকে
প্রকাশিত বলে ইনি এই পত্রিকার নাম দিয়েছিলেন প্রবাসী। পত্রিকাটির মালিক
ও সম্পাদক
ছিলেন, রামানন্দ চট্টোপাধ্যায়
এবং কার্য্যাধ্যক্ষ ছিলে আশুতোষ চক্রবর্তী।
পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩০৮ বঙ্গাব্দের বৈশাখ মাসে (এপ্রিল ১৯০১
খ্রিষ্টাব্দ)। প্রথম সংখ্যার
পৃষ্ঠা সংখ্যা ছিল ৪০।
পত্রিকার প্রথম চারটি সংখ্যা কলকাতা থেকে মুদ্রিত হয়েছিল।
বার্ষিক মূল্য আড়াই টাকা।
পরবর্তী সংখ্যা এলাহাবাদের ইন্ডিয়া প্রেস থেকে মুদ্রিত হ্য়। ১৯০৮ খ্রিষ্টাব্দের পর
থেকে পত্রিকাটি আবার কলকাতা থেকে মুদ্রিত হতো।
তাঁর মৃত্যুর পর, ১৩৫০ বঙ্গাব্দে এই পত্রিকাটির সম্পাদনা করেছিলেন তাঁর পুত্র কেদারনাথ চট্টোপাধ্যায়। এই সময় পত্রিকাটি অনিয়মিতভাবে প্রকাশিত হয়। এরপর রামানন্দ চট্টোপাধ্যায়ের জামাতা সুধীর চৌধুরী এই পত্রিকাটি নিয়মিত করার চেষ্টা করেন। এরপর অশোক চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয় ১৩৭২ খ্রিষ্টাব্দে। বর্তমানে এই পত্রিকাটি আর প্রকাশিত হয় না।
সূত্র :
বঙ্গ অভিধান। যোগনাথ মুখোপাধ্যায়। ১৯৯৯।