রামানন্দ
চট্টোপাধ্যায়
(১৮৬৫-১৯৪৩ খ্রিষ্টাব্দ)
প্রবাসী
পত্রিকার সম্পাদক।
১৮৬৫ খ্রিষ্টাব্দের ২৮ মে বাঁকুড়া শহরে জন্মগ্রহণ করেন।
১৮৮২ খ্রিষ্টাব্দে এন্ট্রান্স পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করে উত্তীর্ণ হন। এরপর
কলকাতা ফার্স্ট আর্টস এ চতুর্থ, বিএ অনার্স (ইংরেজি) প্রথম শ্রেণিতে প্রথম এবং এমএ
পরীক্ষায় প্রথমশ্রেণীতে চতুর্থ স্থান লাভ করেন।
১৮৮৮-৯৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি সিটি কলেজে অধ্যাপনা করেন। এই সময়ে তিনি কিছুদিন
সাধারণ ব্রাহ্মসমাজের ইংরেজি সাপ্তাহিক ইন্ডিয়ান মেসেঞ্জার-এর সহকারী সম্পাদকের
দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলা পাক্ষিক 'ধর্মবন্ধু' পত্রিকার সম্পাদনা করেন।
১৮৯৫ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে তিনি এলাহাবাদের কায়স্থ পাঠশালায়
অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ১৮৯৭ খ্রিষ্টাব্দে তাঁর বন্ধু
বৈকুণ্ঠ দাস-এর সাথে 'প্রদীপ' নামক নতুন একটি
বাংলা পত্রিকা প্রকাশ করেন। কিন্তু বন্ধুর সাথে বনিবনা না হওয়ায়, ১৮৯৯ খ্রিষ্টাব্দে
এই পত্রিকা ত্যাগ করেন।
১৯০১ খ্রিষ্টাব্দে (বৈশাখ, ১৩০৮ বঙ্গাব্দ) তিনি নিজ মালিকানায় প্রকাশ করেন
প্রবাসী
পত্রিকা।
প্রথম সংখ্যার পৃষ্ঠা সংখ্যা ছিল ৪০।
পত্রিকার প্রথম চারটি
সংখ্যা কলকাতা থেকে মুদ্রিত হয়েছিল।
বার্ষিক মূল্য আড়াই টাকা।
পরবর্তী সংখ্যা
এলাহাবাদের ইন্ডিয়া প্রেস থেকে মুদ্রিত হ্য়। ১৯০৮ খ্রিষ্টাব্দের পর থেকে পত্রিকাটি
আবার কলকাতা থেকে মুদ্রিত হতো।
তাঁর মৃত্যুর
পর, ১৩৫০
বঙ্গাব্দে
এই পত্রিকাটির সম্পাদনা
করেছিলেন তাঁর পুত্র কেদারনাথ চট্টোপাধ্যায়।
১৯২৯ খ্রিষ্টাব্দে তিনি হিন্দু মহাসভার সভাপতি হয়েছিলেন।
১৯৪৩ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
:
রামানন্দ চট্টোপাধ্যায় ও প্রবাসী। শঙ্করীপ্রসাদ বসু। দেশ
সাহিত্যসংখ্যা, ১৩৯৭।