গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: 
			
				- 
				স্বরলিপি:
				
- স্বরলিপিকার:
				- 
				
				স্বরবিতান প্রথম
				খণ্ডের প্রথম সংস্করণে (ভাদ্র ১৩৪২) এই গানটির স্বরলিপিটি ছিল
				
				শৈলজারঞ্জন মজুমদার-কৃত। 
				
				স্বরবিতান প্রথম খণ্ডের সর্বশেষ সংস্করণ (ভাদ্র ১৩৭৭) এই স্বরলিপিটির অংশবিশেষ পরে 
				পাঠান্তর হিসেবে সুরভেদ ছন্দোভেদ পত্রে যুক্ত হয়েছে। [পৃষ্ঠা: ১৫৭] 
				মূল স্বরলিপিটি অনাদিকুমার দস্তিদারের সম্পাদিত।
 
                
			[শৈলজারঞ্জন 
			মজুমদার-কৃত স্বরলিপির তালিকা]
			- সুর ও তাল:
			- 
				
			
			 
				
				স্বরবিতান
				প্রথম খণ্ডের  (সংস্করণ ভাদ্র ১৪১৩) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ ছন্দে 
				দাদরা
					তালে নিবদ্ধ।
 [দাদরা তালে নিবদ্ধ গানের তালিকা]
- 
				রাগ : পিলু। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। 
				রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : 
				৭২]
-  
				রাগ: পিলু। তাল: দাদরা।
				 [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
				প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৪] 
-  রাগ: কাফি, পীলু। তাল: দাদরা।   
			[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। 
			পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮০।]  
 
- গ্রহস্বর-সা। 
- লয়-মধ্য।