বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা: 
শিরোনাম: 
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক 
	১৪১২)-এর পাঠ: 
প্রেম  (প্রেম 
বৈচিত্র্য-২০০)পর্যায়ের ২৩০ 
সংখ্যক গান।
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে
    ও যে সুদূর রাতের পাখি
        
গাহে সুদূর রাতের গান॥
            
বিগত বসন্তের অশোকরক্তরাগে ওর রঙিন পাখা,
                
তারি ঝরা ফুলের গন্ধ ওর অন্তরে ঢাকা॥
ওগো বিদেশিনী,
    তুমি ডাকো ওরে নাম ধরে,
        ও 
যে তোমারি চেনা।
    তোমারি দেশের আকাশ ও যে 
জানে, তোমার রাতের তারা,
        
তোমারি বকুলবনের গানে ও দেয় সাড়া—
            
নাচে তোমারি কঙ্কণেরই তালে॥
	- 
	
	পাণ্ডুলিপি:
			
	  
- 
			
	পাঠভেদ:  
- 
			
	তথ্যানুসন্ধান
		- ক. 
		রচনাকাল ও স্থান:  
গানটি 
		রবীন্দ্রনাথের 
Ms.127
		
		পাণ্ডুলিপিতে, রবীন্দ্রনাথ অধরা 
		নামক একটি 
কবিতা (অধরা মাধুরী ধরা পড়িয়াছে/এ মোর 
		ছন্দোবন্ধনে) রচনা করেন। এই কবিতা রচনার স্থান ও তারিখ 
		উল্লেখ আছে 'উদীচী  ১৩/১/৪০'।  
		বর্তমানে এই কবিতাটি সানাই কাব্যগ্রন্থে পাওয়া যায়।
 
 খ. 
		প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- গ্রন্থ:
				- 
				গীতবিতান 
				
				
					- দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ 
			(বিশ্বভারতী ১৩৪৮ বঙ্গাব্দ)। 
					প্রেম-বৈচিত্র্য।
- অখণ্ড, তৃতীয় সংস্করণ 
			(বিশ্বভারতী ১৩৮০ বঙ্গাব্দ)।
					
					প্রেম  (প্রেম 
বৈচিত্র্য-২০০)পর্যায়ের ২৩০ 
সংখ্যক গান।
 
- 
				
				স্বরবিতান
				দ্বিষষ্টিতম
				(৬২)
				খণ্ডের (চৈত্র ১৪১৩) প্রথম গান।
				পৃষ্ঠা: ৫-৭।
 
- 
			পত্রিকা:
				- 
				বিশ্বভারতী পত্রিকা ( মাঘ-চৈত্র ১৩৭৪ বঙ্গাব্দ)।
				
				
				
				শৈলজারঞ্জন মজুমদার-কৃত 
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল। পৃষ্ঠা: 
২৩৮-২৪০। 
 
 
- গ. 
		
		সঙ্গীত 
		বিষয়ক তথ্যাবলী:
		
		- 
		স্বরলিপি:
			[নমুনা]
- 
		স্বরলিপিকার: 
		
		
		শৈলজারঞ্জন মজুমদার।
- সুর ও তাল:
		
		- 
		
		স্বরবিতান
		দ্বিষষ্টিতম
		(৬২)
		খণ্ডে (চৈত্র ১৪১৩) 
	গৃহীত গানটির স্বরলিপিটির সাথে রাগ-তালের উল্লেখ নেই।
		
		উক্ত স্বরলিপিটি ৩।৩ 
	মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
		
- রাগ: মিশ্র গৌর সারং।  [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা: ৭৮]
- 
রাগ: মিশ্র বেহাগ । তাল: দাদরা। 
			
			[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, 
			ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২৩] 
- 
রাগ: ইমন, বেহাগ। তাল: 
দাদরা।  [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। 
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৪৬।] 
			 
 
- গ্রহস্বর: পা।
		
- লয়: দ্রুত।