বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা: 
শিরোনাম: কার চোখের চাওয়ার 
হাওয়ায় দোলায় মন
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ:
কার       
চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন,
তাই       
কেমন হয়ে আছিস সারাক্ষণ॥
                
হাসি যে তাই অশ্রুভারে নোওয়া,
                
ভাবনা যে তাই মৌন দিয়ে ছোঁওয়া,
                    
ভাষায় যে তোর সুরের আবরণ॥
তোর      পরানে 
কোন্ পরশমণির খেলা,
তাই       
হৃদ্গগনে সোনার মেঘের মেলা।
                
দিনের স্রোতে তাই তো পলকগুলি
                
ঢেউ খেলে যায় সোনার ঝলক তুলি,
                    
কালোয় আলোয় কাঁপে আঁখির কোণ॥
	- পাণ্ডুলিপির পাঠ:
- 
	তথ্যানুসন্ধান
		- 
		ক. রচনাকাল ও স্থান: ১৯২৬ খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ ইউরোপ ভ্রমণ 
		করেন। ৯ সেপ্টেম্বর (২৩ ভাদ্র ১৩৩৩ বঙ্গাব্দ) হামবুর্গে অবস্থানকালে তিনি 
		এই গানটি রচনা করেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৫ বৎসর ৪ মাস বয়স।
- 
		
		
		খ. প্রকাশ ও 
		গ্রন্থভুক্তি
		 
 
- 
				
				বৈকালী (১ অগ্রহায়ণ ১৩৩৩ বঙ্গাব্দ)।   
- 
				
				
				স্বরবিতান
				 পঞ্চম 
				 (৫) খণ্ডের 
				 (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ) 
				৪৫ সংখ্যক গান। পৃষ্ঠা ১১৭-১১৮। 
গ.
		সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- 
স্বরলিপি: 
 [নমুনা]
- 
		স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ 
		ঠাকুর।
 [দিনেন্দ্রনাথ 
		ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- 
		সুর ও তাল:
			
		- 
		
		স্বরবিতান
 পঞ্চম 
		(৫) 
খণ্ডে (ভাদ্র ১৪১৪) 
		 গৃহীত 
		স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি (২।৪ ছন্দে)
		ষষ্ঠীতালে নিবদ্ধ।           
		
 [ষষ্ঠী তালে নিবদ্ধ গানের তালিকা]
- রাগ : মিশ্র ভৈরবী। স্থায়ী এবং সঞ্চারীতে ভৈরব সাদৃশ্য। অন্তরা এবং 
		আভোগ ভৈরবীতে আছে। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। 
		রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৯]
- 
				
				
				রাগ: কালাংড়া, ভৈরবী। তাল: ষষ্ঠী।
				
				[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
				প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৪] 
- 
			রাগ: কালেংড়া, ভৈরবী। তাল: ষষ্ঠী।  
			[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। 
			পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮০।] 
			
 
গ্রহস্বর: মা।
		লয়: মধ্য।