বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমার সুরে
লাগে তোমার হাসি
পাঠ
ও পাঠভেদ:
আমার সুরে লাগে তোমার হাসি,
যেমন ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসি॥
দিবানিশি আমিও যে ফিরি তোমার সুরের খোঁজে,
হঠাৎ এ মন ভোলায় কখন তোমার বাঁশি॥
আমার সকল কাজই রইল বাকি, সকল শিক্ষা দিলেম ফাঁকি।
আমার গানে তোমায় ধরব ব'লে উদাস হয়ে যাই যে চলে,
তোমার গানে ধরা দিতে ভালোবাসি॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায় নি।
পাঠভেদ:
হঠাৎ এ-মন ভোলায়
:
গীতবিতান (আশ্বিন ১৩৩৮ ও ১৩৪৫)
হঠাৎ এমন ভোলায়
:
নবগীতিকা ১ (১৩২৯ ও ফাল্গুন ১৩৩৭)
প্রবাহিণী (১৩৩২)
ভাবসন্ধান:
সূর্যালোক যেমন হাস্যোজ্জ্বল হয়ে
ঢেউয়ে ঢেউয়ে দোলে, তেমনি স্রষ্টার প্রসন্নতা এসে মেলে শিল্পীর সুর-রচনার সঙ্গে।
ভক্ত নিত্যই 'তাঁর' সুরের অন্বেষণে ফেরে। আর, 'তাঁর' বাঁশির সুর অকস্মাৎ এসে
মোহিত করে ভক্তকে। তখন জাগতিক কাজকর্ম থাকে পড়ে, সব শিক্ষা বৃথা হয়ে যায়। আপন
গানের সুরে তাঁকে ধরবার জন্যে অন্তর হয় বিবাগি। শুধু 'তাঁকে' ধরা নয়, 'তাঁর'
কাছে ধরা দেবার আগ্রহে ও প্রেমে পূর্ণ হয় হৃদয়।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর গীতবিতান কালানুক্রমিক সূচি (টেগোর রিসার্চ
ইনস্টিটিউট, কলকাতা, ডিসেম্বর ২০০৩) গ্রন্থে ১৫টি গানকে উল্লেখ করেছেন—
'অনাদিকুমার দস্তিদারের খাতা' থেকে
প্রাপ্ত। এই গানগুলোর রচনার স্থান শান্তিনিকেতন এবং রচনাকাল'শরৎ
১৩২৮' উল্লেখ করেছেন
। এই
বিচারে ধারণা করা হয়, গানটি
রবীন্দ্রনাথের ৬০ বৎসর ৪-৫ মাস বয়সের রচনা।
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)। পূজা ১১, উপবিভাগ: গান ১১। পৃষ্ঠা: ৬। [নমুনা]
অখণ্ড সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা: ১১, উপবিভাগ: গান ১১। পৃষ্ঠা: ৯-১০। [নমুনা: ৯, ১০]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি ও স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর
[দিনেন্দ্রনাথ
ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
রাগ ও তাল:
স্বরবিতান চতুর্দশ (১৪,
নবগীতিকা প্রথম খণ্ড) খণ্ডে
( বৈশাখ ১৪১৫)
গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি ৩।৩
মাত্রা ছন্দে
দাদরা
তালে নিবদ্ধ।
[
দাদরা তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
তাল: দাদরা। [রবীন্দ্রসংগীতের ক্রমবিকাশ ও বিবর্তন। ড: দেবজ্যোতি দত্ত মজুমদার। (সাহিত্যলোক, ডিসেম্বর ১৯৮৭,পৌষ ১৩৯৪ বঙ্গাব্দ, পৃষ্ঠা ১৯৯)]।
রাগ:
ভৈরবী।
তাল: দাদরা
[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।
পৃষ্ঠা: ৩১]।
[ভৈরবী রাগে
নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ: ভৈরবী। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১] পৃষ্ঠা: ৫৯।
সুরাঙ্গ: বাউলাঙ্গ
গ্রহস্বর: জ্ঞা।
লয়: দ্রুত।