বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে।
পাঠ ও পাঠভেদ:
খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে।
কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে॥
প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাই নে আমি হায়—
বাহিরের খেলায় ডাকে সে, যাব কী ক’রে॥
যা আমার সবার হেলাফেলা যাচ্ছে ছড়াছড়ি
পুরোনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি।
যে আমার নতুন খেলার জন তারি এই খেলার সিংহাসন,
ভাঙারে জোড়া দেবে সে কিসের মন্তরে॥
পাণ্ডুলিপি: RBVBMS 464
পাঠভেদ:
স্বরবিতান একত্রিংশ খণ্ডের (পৌষ ১৪১২) ১৭৭ পৃষ্ঠায় নিম্নরূপ পাঠভেদ দেখানো হয়েছে।
আমার মনের ভিতরে
: স্বরলিপি, গীত-মালিকা ২ (পৌষ ১৩৩৬)
মনের ভিতরে :
কথার অংশ, গীত-মালিকা ২ (পৌষ ১৩৩৬)
গীতবিতান ৩ (১৩৩৯)
যাচ্চে ছড়াছড়ি : গীত-মালিকা ২ (পৌষ ১৩৩৬)
যাচ্চে গড়াগড়ি : গীতবিতান ৩ (শ্রাবণ ১৩৩৯)
পুরোনো ভাঙা দিনের ঢেলা : স্বরলিপি, গীত-মালিকা ২ (পৌষ ১৩৩৬)
পুরানো ভাঙা দিনের ঢেলা : কথার অংশ, গীত-মালিকা ২ (পৌষ ১৩৩৬)
নতুন খেলার জন
: গীত-মালিকা ২
(পৌষ ১৩৩৬)
নতুন খেলার ধন
: স্বরলিপি,
গীত-মালিকা ২ (পৌষ ১৩৩৬)
নিত্য খেলার ধন
: কথার অংশ,
গীত-মালিকা ২ (পৌষ ১৩৩৬)
গীতবিতান ৩ (শ্রাবণ ১৩৩৯)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৮
মাঘ ১৩২৯।
শান্তিনিকেতন।
[সূত্র :
গীতবিতান কালানুক্রমিক সূচী।
প্রভাতকুমার মুখোপাধ্যায়, বৈশাখ ১৩৯৯]
রবীন্দ্রনাথের ৬১ বৎসর ৯ মাস
বয়সের রচনা।
রাগ : মিশ্র কেদারা-খাম্বাজ। তাল : দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৮]
গ. রচনাকাল ও স্থান :
ঘ. প্রাসঙ্গিক
পাঠ :
ঙ. স্বরলিপিকার
:
চ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :