বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমার যদি বেলা যায় গো বয়ে
পাঠ ও পাঠভেদ:
আমার যদি বেলা যায় গো বয়ে জেনো জেনো
আমার মন রয়েছে তোমায় লয়ে॥
পথের ধারে আসন পাতি তোমায় দেবার মালা গাঁথি-
জেনো জেনো তাইতে আছি মগন হয়ে॥
চলে গেল যাত্রী সবে
নানান পথে কলরবে।
আমার চলা এমনি ক'রে আপন হাতে সাজি ভ'রে-
জেনো জেনো আপন মনে গোপন রয়ে॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ)।
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৪৮ বঙ্গাব্দ)।
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রেম (প্রেম বৈচিত্র্য-৪৯)পর্যায়ের ৭৬ সংখ্যক গান।
নবগীতিকা -১ (১৩২৯ বঙ্গাব্দ)।
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)। প্রত্যাশা ১৫। পৃষ্ঠা: ৩৮-৩৯। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
স্বরবিতান চতুর্দশ ১৪ (নবগীতিকা প্রথম খণ্ড) খণ্ডের (বৈশাখ ১৪১৫) ২৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৭৩-৭৪।
রাগ: ভৈরবী। তাল: ষষ্ঠী [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩০]।
রাগ: ভৈরবী। তাল: ষষ্ঠী। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা: ৫৮।]