বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা: 
শিরোনাম:
নীল   
দিগন্তে ওই ফুলের আগুন লাগল
পাঠ ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: 
          নীল   
দিগন্তে ওই ফুলের আগুন লাগল,
                      বসন্তে সৌরভের শিখা জাগল॥
আকাশের           লাগে ধাঁধা   রবির আলো ওই কি বাঁধা।
          বুঝি  
ধরার কাছে আপনাকে সে মাগল,
                      সর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগল॥
          
নীল       দিগন্তে মোর বেদনখানি লাগল,
                      অনেক কালের মনের কথা জাগল।
এল আমার 
হারিয়ে-যাওয়া   কোন্ ফাগুনের পাগল হাওয়া।
          
বুঝি       এই ফাগুনে আপনাকে সে মাগল,
                      সর্ষেক্ষেতে ঢেউ হয়ে তাই জাগল॥
	- পাণ্ডুলিপির পাঠ: 
- পাঠভেদ: নাই।
- 	তথ্যানুসন্ধান:
	- ক. রচনাকাল ও স্থান: 
	আষাঢ় ১৩২৯ বঙ্গাব্দ।(গীতবিতান কালানুক্রমিক সূচী,প্রভাতকুমার 
মূখোপাধ্যায়,টেগোর রিসার্চ ইনস্টিটিউট)
 গানটি রবীন্দ্রনাথের ৬১ বৎসর 
২ মাস বয়সের রচনা।
- 
	
	খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		- গ্রন্থ
		- গীতবিতানের প্রকৃতি
		(উপ-বিভাগ :
		বসন্ত ৭৫)
পর্যায়ের ২৬২ সংখ্যক গান। 
- 
		
		
		নবগীতিকা 
		
       প্রথম খণ্ড 
      (১৩২৯ বঙ্গাব্দ)।
      
দিনেন্দ্রনাথ 
      ঠাকুর-কৃত 
      স্বরলিপিসহ মুদ্রিত হয়েছিল।
- 
				প্রবাহিনী 
	 (বিশ্বভারতী ১৩৩২)। ঋতুচক্র ৫৭। পৃষ্ঠা: ১৬১-১৬২। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- 
		স্বরবিতান 
চতুর্দশ (১৪, 
নবগীতিকা প্রথম খণ্ড) খণ্ডের 
		
		(বৈশাখ ১৪১৫ বঙ্গাব্দ) 
		দ্বিতীয় গান। পৃষ্ঠা ৯-১১।
 
- 
	
	
	
	গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- স্বরলিপি:
- স্বরলিপিকার: 
দিনেন্দ্রনাথ ঠাকুর।  
[স্বরবিতান 
      চতুর্দশ 
  (১৪,নবগীতিকা) 
 খণ্ড 
(বৈশাখ ১৪১৫ 
বঙ্গাব্দ)]
- 
		সুর ও তাল:
		- 
		স্বরবিতান 
      চতুর্দশ খণ্ডে (বৈশাখ 
১৪১৫ বঙ্গাব্দ) 
		স্বরলিপির সুরভেদ/ছন্দোভেদ অংশে গানটির একটি সুরান্তর দেয়া আছে। এই 
স্বরলিপিতে গানটির রাগ-তালের কোন উল্লেখ নেই। 
		উক্ত 
স্বরলিপিটি ৩।৩ মাত্রা
		ছন্দে 'দাদরা' তালে 
নিবদ্ধ।
- 
		রাগ- পরজ বসন্ত। 
তাল- দাদরা।
- রাগ: ভৈরব, ভৈরবী। তাল:  দাদরা। 
			[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, 
			ডিসেম্বর, ২০০৬)]। পৃষ্ঠা: ৬৩
- 
			
			রাগ: পরজ-বসন্ত। তাল:  দাদরা।
			
			[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার 
	চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ১১০ 
 
 
 
 
 গ্রহস্বর-
		নদা।
 লয়- মধ্য।