বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
নিশীথরাতের প্রাণ
কোন্ সুধা যে চাঁদের আলোয় আজ করেছে পান॥
মনের সুখে তাই আজ গোপন কিছু নাই,
আঁধার-ঢাকা ভেঙে ফেলে সব করেছে দান॥
দখিন-হাওয়ায় তার সব খুলেছে দ্বার।
তারি নিমন্ত্রণে আজি ফিরি বনে বনে,
সঙ্গে করে এনেছি এই
রাত-জাগা মোর গান॥
পাঠভেদ:
ভাবসন্ধান
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৯ মাঘ ১৩২৯ বঙ্গাব্দ।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
গীতবিতানের (বিশ্বভারতী, কার্তিক ১৪১২) প্রকৃতি (উপ-বিভাগ : বসন্ত ৮১) পর্যায়ের ২৬৮ সংখ্যক গান।
স্বরবিতান ত্রিংশ (৩০, গীতমালিকা প্রথম খণ্ড) খণ্ডের (চৈত্র ১৪১৪ বঙ্গাব্দ) সপ্তম গান। পৃষ্ঠা ২৭-২৯।
পত্রিকা
শান্তিনিকেতন (অগ্রহায়ণ ১৩৩০ বঙ্গাব্দ)।
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)। ঋতুচক্র ৭৪। পৃষ্ঠা: ১৭২-১৭৩। [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ ]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
রাগ ও তাল:
স্বরবিতান ত্রিংশ খণ্ডে (চৈত্র ১৪১৪ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।২।২ মাত্রা ছন্দে তেওরা তালে নিবদ্ধ।
[স্বরলিপি]রাগ: পরজ। তাল: তেওরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] পৃষ্ঠা: ৬৩।
রাগ: ভৈরব, ভৈরবী। তাল: তওরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ১০৯।
গ্রহস্বর-র্গা। লয়-মধ্য।