বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
না না) নাই বা এলে যদি সময় নাই
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ
না না) নাই বা এলে যদি সময় নাই,
ক্ষণেক এসে বোলো না গো 'যাই যাই যাই'॥
আমার প্রাণে আছে জানি
সীমাবিহীন গভীর বাণী,
তোমায় চিরদিনের কথাখানি
বলব-
যখন
দখিনহাওয়া কানন ঘিরে
এক কথা কয় ফিরে ফিরে,
পূর্ণমাচাঁদ
কারে চেয়ে এক তানে দেয় আকাশ ছেয়ে,
যেন
সময়হারা সেই সময়ে একটি সে গান গাই॥
- পাণ্ডুলিপির পাঠ:
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান:
- ক. রচনাকাল ও স্থান: ১৩২৯
বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ
শান্তিনিকেতন থেকে কাশী আসেন।
কাশীতে থাকাকালীন সময়ে এই গানটিসহ মোট ২টি গান রচনা করেন। এই দুটি গানের রচনাকাল
১৯শে ফাল্গুন [৩ মার্চ ১৯২৩ খ্রিষ্টাব্দ]। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬১ বৎসর ১০
মাস।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
- গীতবিতান-এর
প্রেম (প্রেম
বৈচিত্র্য-১২৮) পর্যায়ের ১৫৫ সংখ্যক গান।
-
প্রবাহিনী
(বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)।
অবসান ৬।
পৃষ্ঠা: ৮০-৮১। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
স্বরবিতান ত্রিংশ (৩০, গীতমালিকা
প্রথম খণ্ড) খণ্ডের (চৈত্র ১৪১৪ বঙ্গাব্দ) পঞ্চম গান। পৃষ্ঠা: ২০-২২।
- পত্রিকা:
- শান্তিনিকেতন
পত্রিকা (জ্যৈষ্ঠ ১৩৩০)। দিনেন্দ্রনাথ ঠাকুরকৃত স্বরলিপি-সহ মুদ্রিত
হয়েছিল।
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি:
- স্বরলিপিকার:
-
সুর ও তাল:
-
স্বরবিতান ত্রিংশ (৩০,
গীতমালিকা প্রথম খণ্ড) খণ্ডে (চৈত্র ১৪১৪ বঙ্গাব্দ)
গৃহীত স্বরলিপিতে রাগ তালের উল্লেখ
নেই। গানটি টানা ৬ মাত্রায় নিবদ্ধ। তাল হিসেবে এর কোনো আলাদা নাম নেই।
[টানা
ছয় মাত্রা তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
রাগ: বেহাগ [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৩]
-
রাগ: বেহাগ। তাল-
দাদরা।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৬২]
-
রাগ: বেহাগ। তাল:
টানা ছয়মাত্রা (দাদরা?)
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০৮]
-
-
গ্রহস্বর: পা
-
লয়: মধ্য