বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমারে
বাঁধবি তোরা সেই বাঁধন কি তোদের আছ
পাঠ ও পাঠভেদ:
আমারে বাঁধবি তোরা সেই বাঁধন কি তোদের আছে।
আমি যে বন্দী হতে সন্ধি করি সবার কাছে॥
সন্ধ্যা-আকাশ বিনা ডোরে বাঁধল মোরে গো,
নিশিদিন বন্ধহারা নদীর ধারা আমায় যাচে।
যে কুসুম আপনি ফোটে, আপনি ঝরে, রয় না ঘরে গো—
তারা যে সঙ্গী আমার, বন্ধু আমার, চায় না পাছে॥
আমারে ধরবি ব’লে মিথ্যে সাধা।
আমি যে নিজের কাছে নিজের গানের সুরে বাঁধা।
আপনি যাহার প্রাণ দুলিল, মন ভুলিল গো—
সে মানুষ আগুন-ভরা, পড়লে ধরা সে কি বাঁচে।
সে যে ভাই, হাওয়ার সখা, ঢেউয়ের সাথি, দিবারাতি গো
কেবলই এড়িয়ে চলার ছন্দে তাহার রক্ত নাচে॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি Ms.111
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
MS. NO 111
পাণ্ডুলিপিতে এই গানের তারিখ পাওয়া যায়, '২৮ চৈত্র ১৩২২'। উল্লেখ্য
১৩২২ বঙ্গাব্দের ২১শে চৈত্র থেকে ৩১শে চৈত্র পর্যন্ত
রবীন্দ্রনাথ শান্তনিকেতনে ছিলেন। এই
সূত্রে বলা যায়, এই গানটি শান্তিনিকেতনে রচিত। এই সময়
রবীন্দ্রনাথের
বয়স ছিল
৫৪ বৎসর ১২ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
স্বরবিতান ষোড়শ (১৬, গীতপঞ্চাশিকা। আশ্বিন ১৪১৩) খণ্ডের ২১ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭৫-৭৭।