বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আকাশে আজ
কোন্ চরণের আসা-যাওয়া।
পাঠ ও পাঠভেদ:
আকাশে আজ কোন্ চরণের আসা-যাওয়া।
বাতাসে আজ কোন্ পরশের লাগে হাওয়া॥
অনেক দিনের বিদায়বেলার ব্যাকুল বাণী
আজ উদাসীর বাঁশির সুরে কে দেয় আনি—
বনের ছায়ায় তরুণ চোখের করুণ চাওয়া॥
কোন্ ফাগুনে যে ফুল ফোটা হল সারা
মৌমাছিদের পাখায় পাখায় কাঁদে তারা।
বকুলতলায় কাজ-ভোলা সেই কোন্ দুপুরে
যে-সব কথা ভাসিয়ে দিলেম গানের সুরে
ব্যথায় ভ'রে ফিরে আসে সে গান-গাওয়া॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায় নি।
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান:
প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর গীতবিতান কালানুক্রমিক সূচি (টেগোর রিসার্চ
ইনস্টিটিউট, কলকাতা, ডিসেম্বর ২০০৩) গ্রন্থে ১৫টি গানকে উল্লেখ করেছেন—
'অনাদিকুমার দস্তিদারের খাতা' থেকে
প্রাপ্ত। এই গানগুলোর রচনার স্থান শান্তিনিকেতন এবং রচনাকাল উল্লেখ করেছেন শরৎ
১৩২৮। এই গানগুলোর ভিতর এই গানটিও ছিল। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ৬০
বৎসর ৪-৫ বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
দ্বিতীয় খণ্ড দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম (উপ-বিভাগ : গান-১১) পর্যায়ের ১১ সংখ্যক গান।
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২)। ঋতুচক্র ৭২। পৃষ্ঠা: ১৭১। [নমুনা]
স্বরবিতান চতুর্দশ (১৪, নবগীতিকা-১) খণ্ডের (বৈশাখ ১৪১৫) ৩৪ সংখ্যক গান। পৃষ্ঠা ৯৫-৯৬।
পত্রিকা:
প্রভাতী পত্রিকা (শীত সংখ্যা ১৩২৮ বঙ্গাব্দ।
প্রবাসী (মাঘ ১৩২৮ বঙ্গাব্দ)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান চতুর্দশ খণ্ডের (বৈশাখ ১৪১৫)-এ গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত গানটির স্বরলিপিটি ৩।৩ ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।
রাগ : মিশ্র পটদীপ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান । সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৮]
রাগ: ভীমপলশ্রী, মুলতান। তাল : দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৪]।
গ্রহস্বর: ণা।
লয় -মধ্য।