বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
পূর্ণচাঁদের মায়ায় আজি
পাঠ ও পাঠভেদ:
পূর্ণচাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে,
যেন সিন্ধুপারের পাখি তারা, যায় যায় যায় চলে॥
আলোছায়ার সুরে অনেক কালের সে কোন্ দূরে
ডাকে আয় আয় আয় ব’লে॥
যেথায় চলে গেছে আমার হারা ফাগুনরাতি
সেথায় তারা ফিরে ফিরে খোঁজে আপন সাথি।
আলোছায়ায় যেথা অনেক দিনের সে কোন্ ব্যথা
কাঁদে হায় হায় হায় ব'লে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: আশ্বিন ১৩২৮ বঙ্গাব্দ।
গানটি রবীন্দ্রনাথের ৬০ বৎসর ৬ মাস বয়সের রচনা।
স্বরবিতান চতুর্দশ (১৪, নবগীতিকা প্রথম খণ্ড) খণ্ডে (বৈশাখ ১৪১৫) গৃহীত মূল স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ। স্বরবিতানের এই খণ্ডের সুরভেদ/ছন্দোভেদ অংশে (পৃষ্ঠা: ১০১) গানটির ভিন্নতর স্বরলিপি'র অংশবিশেষ মুদ্রিত আছে। এই স্বরলিপিটি দাদরা স্থলে ২।৩ মাত্রা-ছন্দে পাচঁ মাত্রার তালের নির্দেশ আছে। এই বিচারে গানটির তাল হয়- অর্ধ-ঝাঁপতাল।
রাগ: খাম্বাজ। তাল: দাদরা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৫]
রাগ: খাম্বাজ। তাল: দাদরা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১১২ ]
গ্রহস্বর: পা।
লয়: মধ্য।