বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমার দিন
ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
পাঠ ও পাঠভেদ:
আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
গহন মেঘের নিবিড় ধারার মাঝে॥
বনের ছায়ায় জলছলছল সুরে
হৃদয় আমার কানায় কানায় পূরে।
খনে খনে ওই গুরুগুরু তালে তালে
গগনে গগনে গভীর মৃদঙ বাজে॥
কোন্ দূরের মানুষ যেন এল আজ কাছে,
তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে।
বুকে দোলে তার বিরহব্যথার মালা
গোপন-মিলন-অমৃতগন্ধ-ঢালা।
মনে হয় তার চরণের ধ্বনি জানি-
হার মানি তার অজানা জনের সাজে॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
পাঠভেদ: পাঠভেদ আছে। স্বরবিতান ত্রয়স্ত্রিংশ (৩৩, কাব্যগীতি) খণ্ডের (অগ্রহায়ণ ১৪১৩) ৭৪ পৃষ্ঠায় মুদ্রিত পাঠভেদটি নিম্নরূপ।
বনের ছায়ায় জলছলছল সুরে : গীতবিতান ২ (আশ্বিন ১৩৫৪ বঙ্গাব্দ)
বনের ছায়ার জল ছলছল সুরে : কাব্যগীতি (১৩২৬ বঙ্গাব্দ)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩২৬ বঙ্গাব্দের পৌষ মাসে, শান্তিনিকেতনে থাকাকালে রবীন্দ্রনাথ এই গানটিসহ মোট ৩টি গান রচনা করেছিলেন। এই সময় তাঁর বয়স ছিল ৫৮ বৎসর ৮-৯ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগীতি (পৌষ ১৩২৬ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুরকৃত স্বরলিপিসহ মুদ্রিত হয়েছিল।
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রকৃতি (উপবিভাগ: বর্ষা-১১) পর্যায়ের ৩৬ সংখ্যক গান।
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)। প্রত্যাশা ২০। পৃষ্ঠা: ৪২। [নমুনা]
স্বরবিতান ত্রয়স্ত্রিংশ (৩৩, কাব্যগীতি) খণ্ডের (অগ্রহায়ণ ১৪১৩ বঙ্গাব্দ) অষ্টম গান। পৃষ্ঠা ৩৪-৩৬।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলি:
স্বরলিপিকার: স্বরবিতান ৩৩ খণ্ডটি প্রথম প্রকাশিত হয়
পৌষ ১৩২৬
বঙ্গাব্দে। এই সংস্করণে
দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি গৃহীত
হয়েছিল। স্বরবিতান
ত্রয়স্ত্রিংশ (৩৩, কাব্যগীতি) খণ্ডের (অগ্রহায়ণ ১৪১৩ বঙ্গাব্দ)
সংস্করণে
দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপিটি সুরান্তর হিসেবে দেখানো হয়েছে।
উল্লেখ্য এই সংস্করণটির সম্পাদনা করেছিলেন অনাদিকুমার দস্তিদার।
[দিনেন্দ্রনাথ
ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
সুর ও তাল:
স্বরবিতান ত্রয়স্ত্রিংশ
(৩৩,
কাব্যগীতি) খণ্ডে (অগ্রহায়ণ ১৪১৩
বঙ্গাব্দ)
গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত
স্বরলিপিটি ৩।৩
মাত্রা ছন্দে
'দাদরা'
তালে
নিবদ্ধ।
[দাদরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ: দেশ মল্লার। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ২৯।]
রাগ: দেশ। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৫৬।
[দেশ
রাগে নিবদ্ধ গানের তালিকা]
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।