বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আসা-যাওয়ার পথের ধারে গান গেয়ে মোর কেটেছে দিন।
পাঠ ও পাঠভেদ:
আসা-যাওয়ার পথের ধারে গান গেয়ে মোর কেটেছে দিন।
যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজল যে বীন॥
সুরগুলি তার নানা ভাগে রেখে যাব পুষ্পরাগে,
মীড়গুলি তার মেঘের রেখায় স্বর্ণলেখায় করব বিলীন॥
কিছু বা সে মিলনমালার যুগলগলায় রইবে গাঁথা,
কিছু বা সে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা।
কিছু বা কোন্ চৈত্রমাসে বকুল-ঢাকা বনের ঘাসে
মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন্ উদাসীন॥
পাণ্ডুলিপির পাঠ:
Ms. 357 [পাণ্ডুলিপি]
Ms. 478
পাঠভেদ:
যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজল যে বীন॥ [গীতবিতান, কার্তিক ১৪১২]
যাবার
বেলায় দেব কারে বুকের কাছে বাজল যে বীণ॥ স্বরবিতান
পঞ্চদশ
খণ্ডের
(চৈত্র ১৪১৩)
ভাবসন্ধান: যুক্ত হবে।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩২৮ বঙ্গাব্দের ১০ চৈত্র রবীন্দ্রনাথ শিলাইদহে আসেন। ১০ চৈত্র থেকে ১৪ চৈত্র পর্যন্ত তিনি মোট ৫টি গান রচনা করেন। ১১ চৈত্র [শনিবার, ২৫ মার্চ] তারিখে তিনি এই গানটি রচনা করেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬০ বৎসর ১১ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড ইন্ডিয়ান প্রেস ১৩২৩
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)।
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)।
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম (উপ-বিভাগ : গান-১৯) পর্যায়ের ১৯ সংখ্যক গান।
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)। গীতগান ৩১। পৃষ্ঠা: ২৩-২৪। [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
স্বরবিতান পঞ্চদশ (১৫, নবগীতিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডের (চৈত্র ১৪১৩) ২৪ সংখ্যক গান। পৃষ্ঠা ৭৬-৭৭।
পত্রিকা:
প্রবাসী (শ্রাবণ ১৩২৯)
ভারতী
(বৈশাখ ১৩২৯)
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চদশ খণ্ডের (চৈত্র ১৪১৩) গৃহীত স্বরলিপিতে গানটির রাগ-তালের উল্লেখ নেই। গানটির স্বরলিপিটি ৩।৩ ছন্দের 'দাদরা' তালে নিবদ্ধ।
রাগ : ইমন কল্যাণ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৮]
রাগ: ইমনকল্যাণ। তাল: দাদরা/একতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৪।]
রাগ: ইমন কল্যাণ তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৪।]
গ্রহস্বর : গা।
লয় : মধ্য