বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ওই সাগরের
ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী
পাঠ ও পাঠভেদ:
ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী, বাজল ভেরী।
কখন্ আমার খুলবে দুয়ার— নাইকো দেরি, নাইকো দেরি॥
তোমার তো নয় ঘরের মেলা, কোণের খেলা গো—
তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরাফেরি॥
মরণ তোমার পারের তরী, কাঁদন তোমার পালের হাওয়া—
তোমার বীণা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া।
ভাঙল যাহা পড়ল ধুলায় যাক্-না-চুলায় গো—
ভরল যা তাই দেখ্-না, রে ভাই, বাতাস ঘেরি, আকাশ ঘেরি॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 111 [নমুনা]
পাঠভেদ: ওই ঝঞ্ঝার ঝঙ্কারে
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: MS. NO 111 পাণ্ডুলিপিতে এই গানের তারিখ পাওয়া যায়, '২৯ চৈত্র'। উল্লেখ্য ১৩২২ বঙ্গাব্দের ২১শে চৈত্র থেকে ৩১শে চৈত্র পর্যন্ত রবীন্দ্রনাথ শান্তনিকেতনে ছিলেন। এই সূত্রে বলা যায়, এই গানটি শান্তিনিকেতনে রচিত। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৫৪ বৎসর ১২ মাস।
রাগ: ইমন। অঙ্গ: কীর্তন। তাল: কাহারবা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৪০।]
রাগ: ইমন, ভূপালী। তাল: ভূপালী [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৪]
চ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: