বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা:
		শিরোনাম: 
ফিরবে না তা জানি
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
	প্রেম : ২৫৯
	
		
			          
			ফিরবে না তা জানি, তা জানি―
			আহা,        তবু তোমার পথ চেয়ে জ্বলুক প্রদীপখানি॥
			
			          
			গাঁথবে না মালা   জানি মনে,
			আহা,        তবু ধরুক মুকুল আমার বকুলবনে
			
			প্রাণে         ওই পরশের পিয়াস আনি॥
           	
			          
			কোথায় তুমি পথভোলা,
			তবু             থাক্-না আমার দুয়ার খোলা।
            
			          
			রাত্রি আমার গীতহীনা,
			আহা,         তবু বাঁধুক সুরে বাঁধুক তোমার বীণা―
			
			           
			তারে      ঘিরে ফিরুক কাঙাল বীণা॥
		
	
	- 
	পাণ্ডুলিপির 
	পাঠ:
	
	
- পাঠভেদ:
- 
	তথ্যানুসন্ধান
	
- 
	ক. রচনাকাল ও স্থান: প্রভাতকুমার মুখোপাধ্যায়ের গীতবিতান কালানুক্রমিক 
সূচী  (২৫ বৈশাখ ১৩৯৯) গ্রন্থে গানটির তারিখ পাওয়া যায়-"পৌষ ১৩২৯ বঙ্গাব্দ"। কিন্তু 
প্রশান্তকুমার পাল তাঁর রবিজীবনী অষ্টম খণ্ডে- এই গানসহ আরও কিছু গানের রচনাকাল 
নিয়ে সংশয় প্রকাশ করে লিখেছেন- ‘..তথ্যটি সুনিশ্চিতভাবেই সঠিক নয়’। [পৃষ্ঠা ২৫২]। 
রবিজীবনীতে- এই গানের সঠিক তারিখ উল্লেখ করা হয় নি। তবে গানটি যে ১৩২৯ বঙ্গাব্দে 
রচিত, এ ব্যাপারে দুজনেই একমত হয়েছেন। এই বিচারে বলা যেতে পারে যে- গানটি 
রবীন্দ্রনাথের ৬১ বৎসর বয়সের রচনা।
 [দেখুন: ৬১ বৎসর 
		অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
 
- খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		- গ্রন্থ:
			- 
			গীতবিতান
			
			-এর 
প্রেম  
(প্রেম 
বৈচিত্র্য-২৩২) 
			
			পর্যায়ের  
			
			২৫৯
			সংখ্যক গান। 
      		
- 
			
			স্বরবিতান
			পঞ্চদশ
(১৫, 
নবগীতিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) ৪
			সংখ্যক 
			গান। 
			পৃষ্ঠা : 
			১৮-২০।
- 
			
			প্রবাহিনী 
			(বিশ্বভারতী ১৩৩২ 
			বঙ্গাব্দ)। 
			
			প্রত্যাশা ৩২। পৃষ্ঠা: ৪৯। [নমুনা]
 
		 
 
	- গ.
	
	সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- 
		স্বরলিপিকার:  
		দিনেন্দ্রনাথ ঠাকুর।
		
 [
		দিনেন্দ্রনাথ ঠাকুর 
		
		-কৃত 
		রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
 [স্বরলিপি]
- সুর ও তাল:
		
		
			- 
			
স্বরবিতান
পঞ্চদশ
(১৫, 
নবগীতিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ)
			
			গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের 
			
			উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি 
			
			২।৪ 
মাত্রা ছন্দে
			
			ষষ্ঠী তালে নিবদ্ধ।
 [ষষ্ঠী তালে নিবদ্ধ 
			রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- রাগ : মিশ্র  বিলাবল। 
			 [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৯]
- 
			
			রাগ: ভৈরব। অঙ্গ: কীর্তন। তাল: ষষ্ঠী। 
			
			
			
			[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, 
			ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৬
- 
			
			অঙ্গ: কীর্তন। তাল: ষষ্ঠী।
		
		[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। 
		প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। 
		পৃষ্ঠা: ১১৫]
 
- 
			গ্রহস্বর: না।
- 
			লয়: মধ্য।