বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
চৈত্রপবনে মম চিত্তবনে
বাণীমঞ্জরী সঞ্চলিতা
পাঠ ও পাঠভেদ
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
চৈত্রপবনে মম চিত্তবনে
বাণীমঞ্জরী সঞ্চলিতা
ওগো ললিতা।
যদি বিজনে দিন বহে যায়
খর তপনে ঝরে পড়ে হায়
অনাদরে হবে ধূলিদলিতা
ওগো ললিতা॥
তোমার লাগিয়া আছি পথ চাহি- বুঝি বেলা আর নাহি নাহি।
বনছায়াতে তারে দেখা দাও, করুণ হাতে তুলে নিয়ে যাও-
কণ্ঠহারে
করো
সঙ্কলিতা
ওগো ললিতা॥
-
পাণ্ডুলিপির পাঠ
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সুনিরদিষ্টভাবে জানা যায় না।
১৩৩২ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে
প্রবাহিনী
-তে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই বিচারে
ধারণা করা হয়, গানটি এই বছরের অগ্রহায়ণ মাসের আগে রচিত। এই সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ৬৪ বৎসর ৫-৬ মাস।
[৬৪
বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
- গীতবিতান-এর
প্রেম (প্রেম
বৈচিত্র্য-৭৭)
পর্যায়ের
১০৪ সংখ্যক গান।
-
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)। ঋতুচক্র ৮৩। পৃষ্ঠা: ১৮০। [নমুনা]
-
স্বরবিতান
একত্রিংশ
(৩১, গীতমালিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডের
(পৌষ ১৪১২) ১৪ সংখ্যক গান।
পৃষ্ঠা ৫২-৫৩।
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর।
-
সুর ও তাল:
-
স্বরবিতান
একত্রিংশ
(৩১, গীতমালিকা দ্বিতীয় খণ্ড)
খণ্ডে (পৌষ ১৪১২)
গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা
ছন্দে 'কাহারবা'
তালে
নিবদ্ধ।
- রাগ : কাফি। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৯]
-
রাগ: কাফি-খাম্বাজ। তাল: কাহারবা
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৫০]
-
রাগ: খাম্বাজ। তাল: কাহারবা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৯০।]
- গ্রহস্বর: পা
- লয়: ঈষৎ দ্রুত।