বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এসো এসো হে
তৃষ্ণার জল
পাঠ ও পাঠভেদ:
এসো এসো হে তৃষ্ণার জল, কলকল্ ছলছল্-
ভেদ করি কঠিনের ক্রুর বক্ষতল কলকল্ ছলছল্।
এসো এসো উৎসস্রোতে গূঢ় অন্ধকার হতে
এসো হে নির্মল কলকল্ ছলছল্॥
রবিকর রহে তব প্রতীক্ষায়।
তুমি যে খেলার সাথি, সে তোমারে চায়।
তাহারি সোনার তান তোমাতে জাগায় গান,
এসো হে উজ্জ্বল, কলকল্ ছলছল্॥
হাঁকিছে অশান্ত বায়,
‘আয়, আয়, আয়।’ সে তোমায় খুঁজে যায়।
তাহার মৃদঙ্গরবে করতালি দিতে হবে,
এসো হে চঞ্চল, কলকল্ ছল্ছল্
মরুদৈত্য কোন্ মায়াবলে
তোমারে করেছে বন্দী পাষাণশৃঙ্খলে।
ভেঙে ফেলে দিয়ে কারা এসো বন্ধহীন ধারা,
এসো হে প্রবল, কলকল্ ছলছল্॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
৪ বৈশাখ
১৩২৯ বঙ্গাব্দ।
শান্তিনিকেতন। গানটি রবীন্দ্রনাথের ৬০
বৎসর ১২ মাস বয়সের রচনা।
শান্তিনিকেতনে নলকূপ খননের
প্রচেষ্টা উপলক্ষে রচিত।
রাগ: ইমন, ভূপালী। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭২।]
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।