বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমার একটি কথা বাঁশি জানে
পাঠ ও পাঠভেদ:
আমার একটি কথা বাঁশি জানে, বাঁশিই জানে॥
ভরে রইল বুকের তলা, কারো কাছে হয় নি বলা,
কেবল বলে গেলেম বাঁশির কানে কানে॥
আমার চোখে ঘুম ছিলনা গভীর রাতে
চেয়ে ছিলেম চেয়ে-থাকা তারার সাথে।
এমনি গেল সারা রাতি, পাই নি আমার জাগার সাথি—
বাঁশিটিরে জাগিয়ে গেলেম গানে গানে॥
পাণ্ডুলিপির পাঠ:
RBVBMS 111 [প্রথম গান।
নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
পাণ্ডুলিপি-তে গানটির নিচে ভাদ্র/শান্তিনিকেতন লেখা আছে। কিন্তু তারিখ নেই।
উল্লেখ্য, রবীন্দ্রনাথ ১৩২১ বঙ্গব্দের ২১শে চৈত্র পর্যন্ত যে খাতায় গীতালি, বলাকা ও ফাল্গুনীর
গান ও কবিতা রচনা করেছিলেন, তাতে বলাকার ৩৪ সংখ্যক কবিতা 'আমার মনের জানালাটি আজ
হঠাৎ গেল খুলে' লেখার খাতাটি পূর্ণ হয়ে যায়। পাণ্ডুলিপির এই খাতাটির গ্রন্থাগারের
নাম হলো
MS. NO 111।
এরপর রবীন্দ্রনাথ লণ্ডনের John Walker & Co. LTd. -এর
তৈরি একটি খাতা ব্যবহার করা শুরু করেন। খাতাটির নাম-
The Pall Mall Note Book No.3।
এই খাতার প্রথম পাতায় তিনি এই গানটি রচনা করেছিলেন। ১৩২২ বঙ্গাব্দের প্রথম পাঁচ মাসে
রবীন্দ্রনাথ প্রধানত গদ্যলেখক ও অনুবাদক। তাই গান বা কবিতা লেখার জন্য খাতার
দরকার হল ভাদ্র মাসের শেষে শান্তিনিকেতনে এসে। 'ভাদ্র/শান্তিনিকেতন' স্থান-কাল
চিহ্নিত প্রথম রচনাটি হল একটি গান: 'আমার একটি কথা বাঁশি জানে' [সূত্র:
রবীজীবনী, প্রশান্তকুমার পাল,সপ্তম খণ্ড, আনন্দ পাবলিশার্স, আষাঢ় ১৪১৪
বঙ্গাব্দ,পৃষ্ঠা-
১২৪]
এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
৫৪ বৎসর ৪ মাস বয়সের
রচনা।
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম
রাগ: ভৈরবী, খাম্বাজ, পীলু। তাল: দাদরা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৫।]
[ভৈরবী সুরে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]