বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা: 
শিরোনাম: এবার রঙিয়ে গেল হৃদয়গগন সাঁঝের রঙে।
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
পূজা (উপ-বিভাগ 
:  
পথ-১০)
পর্যায়ের ৫৬৮ সংখ্যক গান।
এবার রঙিয়ে গেল হৃদয়গগন সাঁঝের রঙে।
আমার সকল বাণী হল মগন সাঁঝের রঙে ॥
মনে লাগে দিনের পরে পথিক এবার আসবে ঘরে,
        আমার পূর্ণ হবে স্নান লগন সাঁঝের রঙে ॥
অস্তাচলের সাগরকূলের এই বাতাসে
ক্ষণে ক্ষণে চক্ষে আমার তন্দ্রা আসে।
সন্ধ্যাযুথীর গন্ধভারে পান্থ আসবে দ্বারে
        আমার আপনি হবে নিদ্রাভগন সাঁঝের রঙে॥
 
	- 
	
	পাণ্ডুলিপির পাঠ:  
- 
	
	
	তথ্যানুসন্ধান 
পৌষ 
১৩২৬ বঙ্গাব্দ। 
? 
।  
রবীন্দ্রনাথের ৫৮ বৎসর 
৮ মাস বয়সের রচনা।- 
		খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		- গ্রন্থ: 
		- 
		
 অরূপরতন 
		(মাঘ ১৩২৬ বঙ্গাব্দ)। পৃষ্ঠা ৩৫। পরবর্তী সংস্করণে বর্জিত হয়েছে। 
- 
		
		
		কাব্যগীতি (পৌষ ১৩২৬ 
		বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
কাব্যগীতি'র 
পরবর্তী সংস্করণে গানটি বর্জিত হয়েছে। 
- 
		
		
		গীতবিতানের পূজা (উপ-বিভাগ 
: 
		পথ-১০)
		
		পর্যায়ের ৫৬৮ সংখ্যক গান। 
- 
		
				
				প্রবাহিনী 
				(বিশ্বভারতী ১৩৩২ 
			বঙ্গাব্দ)। 
প্রত্যাশা ২২। পৃষ্ঠা: ৪৩। [নমুনা] 
- 
		
		
		স্বরবিতান 
দ্বিচত্বারিংশ (৪২ অরূপরতন) খণ্ডের ২৩ সংখ্যক গান। পৃষ্ঠা ৭২-৭৪। 
 
 
- গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
	
		- স্বরলিপি:  
-  
		
		স্বরলিপিকার:
		
দিনেন্দ্রনাথ 
		ঠাকুর। কাব্যগীতি পৗষ ১৩২৬ বঙ্গাব্দ সংস্করণ থেকে স্বরবিতান-৪২'এ
গৃহীত হয়েছে।
-  
		সুর ও তাল: 
	
		- 
		স্বরবিতান-৪২'এ 
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন 
দেখানো হয়েছে,
		
		৩।৩ ছন্দ 
		;
অর্থাৎ তালটি দাদরা'
		
		হিসাব
		
		গণ্য করা যেতে 
পারে।
- রাগ 
		: পিলু। তাল: দাদরা। 
		[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা 
			। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৮]।
- রাগ: কাফি।  তাল: 
		দাদরা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার 
			চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭০]
 
 
		গ্রহস্বর-মজ্ঞা।