বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
কোথা হতে বাজে প্রেমবেদনা রে
পাঠ ও পাঠভেদ:
কোথা হতে শুনতে যেন পাই―
আকাশে আকাশে বলে 'যাই'॥
পাতায় পাতায় ঘাসে ঘাসে জেগে ওঠে দীর্ঘশ্বাসে
'হায়, তারা নাই, তারা নাই'॥
কত দিনের কত ব্যথা হাওয়ায় ছড়ায় ব্যাকুলতা।
চলে যাওয়ার পথ যে দিকে সে দিক-পানে অনিমিখে
আজ ফিরে চাই, ফিরে চাই॥
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
শরৎ ১৩২৮ বঙ্গাব্দ। শান্তিনিকেতন।
গানটি রবীন্দ্রনাথের ৬০ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের প্রেম (প্রেম বৈচিত্র্য-১৬৮) পর্যায়ের ১৯৫ সংখ্যক গান।[নমুনা]
নবগীতিকা প্রথম খণ্ড (১৩২৯ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর- কৃত স্বরলিপিসহ মুদ্রিত।
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)। অবসান ১ । পৃষ্ঠা: ৭৭। [নমুনা]
স্বরবিতান চতুর্দশ (১৪, নবগীতিকা প্রথম খণ্ড) খণ্ডের (বৈশাখ ১৪১৫ বঙ্গাব্দ) ৩১ সংখ্যক গান। পৃষ্ঠা ৮৭-৮৮।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার : দিনেন্দ্রনাথ ঠাকুর [ স্বরবিতান চতুর্দশ (১৪, নবগীতিকা প্রথম খণ্ড) খণ্ড (বৈশাখ ১৪১৫ বঙ্গাব্দ)]।
সুর ও তাল:
স্বরবিতান চতুর্দশ (১৪, নবগীতিকা প্রথম খণ্ড) খণ্ডের (বৈশাখ ১৪১৫ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে গানটির রাগ ও তালের কোন উল্লেখ নেই।
রাগ : কাফি। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৯]
রাগ: কাফি। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি ১৯১৩)। পৃষ্ঠা : ৪৭]
রাগ: সিন্ধু। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৫।]
গ্রহস্বর : সা।
লয় : মধ্য।