বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা :  
শিরোনাম: 
ওগো  আমার 
শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি
পাঠ ও পাঠভেদ:
ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি,
অশ্রুভরা পুরব হাওয়ায় পাল তুলে দাও আজি॥
উদাস হৃদয় তাকায়ে রয়, বোঝা তাহার নয় ভারী নয়,
পুলক-লাগা এই কদম্বের একটি কেবল সাজি॥
ভোরবেলা যে খেলার সাথি ছিল আমার কাছে,
মনে ভাবি, তার ঠিকানা তোমার জানা আছে।
তাই তোমারি সারিগানে সেই আঁখি তার মনে আনে,
আকাশ-ভরা বেদনাতে রোদন উঠে বাজি॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
		ক. রচনাকাল ও স্থান:
		
      
	 স্বরবিতান ১৪ খণ্ডের 
		'রচনাকাল/প্রকাশকাল' অংশ থেকে 
	গানটির রচনাকাল পাওয়া 
		যায়- ১১ ভাদ্র ১৩২৮।
		উল্লেখ্য, ১৩২৮ বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকোর 
	বিচিত্রা বাড়ির পিছনে মণ্ডপ তৈরি করে বর্ষামঙ্গল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 
	উক্ত 
অনুষ্ঠানটি মঞ্চস্থ হয়েছিল ১৭ ও ১৮ই 
ভাদ্র। অনুষ্ঠান উপলক্ষে তিনি এই গানটি-সহ মোটা পাঁচটি নতুন গান রচনা করেছিলেন।
	এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল 
	৬০ বৎসর ৫ মাস ।
        
[রবীন্দ্রনাথের ৬০ বৎসর বয়সের রচিত গানের তালিকা]
 
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
গীতবিতান- এর প্রকৃতি (উপ-বিভাগ : বর্ষা-১৩) পর্যায়ের ৩৮ সংখ্যক গান।
নবগীতিকা ১ (১৩২৯ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২)। ঋতুচক্র ৩৪। পৃষ্ঠা: ১৪৬-১৪৭। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
স্বরবিতান চতুর্দশ (১৪, নবগীতিকা প্রথম খণ্ড) খণ্ডের (বৈশাখ ১৪১৫ বঙ্গাব্দ) অষ্টম গান। পৃষ্ঠা ২৬-২৯।
পত্রিকা:
ভারতী (আশ্বিন ১৩২৮ বঙ্গাব্দ)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
	স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
                    
	
[দিনেন্দ্রনাথ ঠাকুরের জীবনী]
                    
[দিনেন্দ্রনাথ 
ঠাকুরকৃত স্বরলিপির তালিকা]
রাগ ও তাল:
		
		
		স্বরবিতান
		চতুর্দশ
		(১৪, নবগীতিকা প্রথম খণ্ড) 
খণ্ডে (বৈশাখ ১৪১৫ বঙ্গাব্দ) 
		গৃহীত 
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। 
		উক্ত স্বরলিপিটি 
৩।৩ 
মাত্রা ছন্দে 
		
		
		
		দাদরা/ 
খেমটা
		
		 তালে নিবদ্ধ।
		
                    
[দাদরা 
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ:
পিলু। 
তাল: 
দাদরা/ 
খেমটা। 
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি 
১৯১৩)]
        [পিলু 
রাগে নিবদ্ধ গানের তালিকা]
রাগ: পিলু। তাল: দাদরা/খেমটা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪১]
রাগ: পিলু। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৫।]
গ্রহস্বর: মজ্ঞা।
লয়: মধ্য।