বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
একলা ব'সে একে একে অন্যমনে
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম : ২৮৪
একলা ব'সে একে একে অন্যমনে পদ্মের দল ভাসাও জলে অকারণে॥
হায়, রে, বুঝি কখন তুমি গেছ ভুলে ও যে আমি এনেছিলেম আপনি তুলে,
রেখেছিলেম প্রভাতে ওই চরণমূলে অকারণে―
কখন তুলে নিলে হাতে যাবার ক্ষণে অন্যমনে॥
দিনের পরে দিনগুলি মোর এমনি ভাবে
তোমার হাতে ছিঁড়ে ছিঁড়ে হারিয়ে যাবে।
সবগুলি এই শেষ হবে যেই তোমার খেলায়
এমনি তোমার আলস-ভরা অবহেলায়
হয়তো তখন বাজবে ব্যথা সন্ধেবেলায় অকারণে―
চোখের জলের লাগবে আভাস নয়নকোণে অন্যমনে॥
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
১৩২৯
বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রথম থেকেই রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ছিলেন। প্রবল
বর্ষণের মধ্যে শান্তিনিকেতনে বর্ষা শুরু হয়েছিল। ১লা আষাঢ় থেকে ৩১শে আষাঢ়ের
ভিতরে রবীন্দ্রনাথ গানটি -সহ মোট
৮টি গান রচনা
করেছিলেন।
এর ভিতরে তিনি গানটি রচনা করেছিলেন-
১৮ আষাঢ় [রবিবার ২ জুলাই, ১৯২২]।
১৩২৯
বঙ্গাব্দের
২০ আষাঢ়ে
এই
গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
৬১ বৎসর ২ মাস বয়সের রচনা।
[স্বরবিতান
পঞ্চদশ
(১৫, নবগীতিকা দ্বিতীয় খণ্ড) খণ্ড (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ)]
***[অসিতকুমার হালদারের আঁকা একটি ছবি দেখে এ গানটি রচিত (রচনাবলী ১৬
গ্রন্থপরিচয় ১৪০৮ পৃ ৫৭৮); সূত্র: রবীন্দ্রসঙ্গীত মহাকোষ দ্বিতীয় পর্ব]***
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
গীতবিতান
- দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
- দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।
এর
প্রেম (প্রেম
বৈচিত্র্য-২৫৭)
পর্যায়ের
২৮৪
সংখ্যক গান।
-
স্বরবিতান
পঞ্চদশ
(১৫,
নবগীতিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) ৫৪
সংখ্যক
গান।
পৃষ্ঠা :
১৬৮-১৭২।
-
প্রবাহিনী
(বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)।
বিবিধ ৬। পৃষ্ঠা: ১০১। [নমুনা]
- পত্রিকা:
-
শান্তিনিকেতন পত্রিকা
(শ্রাবণ
১৩২৯ বঙ্গাব্দ)।
-
প্রবাসী (চৈত্র
১৩২৮
বঙ্গাব্দ)।
- গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপি ও স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর।
[
দিনেন্দ্রনাথ ঠাকুর
-কৃত
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
- সুর ও তাল:
-
স্বরবিতান
পঞ্চদশ
(১৫,
নবগীতিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের
উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি
৩।৩
মাত্রা ছন্দে
দাদরা তালে নিবদ্ধ।
[দাদরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
রাগ : মিশ্র বাউল ও কীর্তনাঙ্গ।
[রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান
।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৮]
-
অঙ্গ: কীর্তন। তাল:
দাদরা/খেমটা।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর
২০০৬। পৃষ্ঠা: ৩৭]
- অঙ্গ: কীর্তন। তাল:
দাদরা
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৯।]
-
গ্রহস্বর: না।
-
লয়: মধ্য।