বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আজ আকাশের মনের কথা ঝরো
ঝরো বাজে
পাঠ ও পাঠভেদ:
আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে
সারা প্রহর আমার বুকের মাঝে॥
দিঘির কালো জলের ’পরে মেঘের ছায়া ঘনিয়ে ধরে,
বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদনা যে
সারা প্রহর আমার বুকের মাঝে॥
আঁধার বাতায়নে
একলা আমার কানাকানি ওই আকাশের সনে।
ম্লানস্মৃতির বাণী যত পল্লবমর্মরের মতো
সজল সুরে ওঠে জেগে ঝিল্লিমুখর সাঁঝে
সারা প্রহর আমার বুকের মাঝে॥
পাণ্ডুলিপির পাঠ:
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান:
১৩২৯
বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রথম থেকেই রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ছিলেন। প্রবল
বর্ষণের মধ্যে শান্তিনিকেতনে বর্ষা শুরু হয়েছিল। ১লা আষাঢ় থেকে ৩১শে আষাঢ়ের
ভিতরে রবীন্দ্রনাথ গানটি -সহ মোট
৮টি গান রচনা
করেছিলেন।
এর ভিতরে তিনি গানটি রচনা করেছিলেন-
১৮ আষাঢ় [রবিবার ২ জুলাই, ১৯২২]।
এর ভিতরে তিনি গানটি রচনা করেছিলেন-
১৪ আষাঢ়
[বুধবার ২৪ জুন, ১৯২২]।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল
৬১ বৎসর
২ মাস ।
[রবীন্দ্রনাথের ৬১ বৎসর বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৯)
দ্বিতীয় খণ্ড দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রকৃতি (উপ-বিভাগ : বর্ষা-৪১) পর্যায়ের ৬৬ সংখ্যক গান।
নবগীতিকা দ্বিতীয় খণ্ড (১৩২৯ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)। ঋতু-চক্র ২২। পৃষ্ঠা: ১৩৯। [নমুনা]
বর্ষামঙ্গল (শ্রাবণ ১৩২৯ বঙ্গাব্দ)।
স্বরবিতান
পঞ্চদশ
(১৫,
নবগীতিকা দ্বিতীয় খণ্ড)
খণ্ডের
(চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ)
৪৬ সংখ্যক গান। পৃষ্ঠা ১৪৩-১৪৫।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চদশ (১৫, নবগীতিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত মূল স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
রাগ: পিলু। তাল: দাদরা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৫]।
রাগ: পীলু, বাঁরোয়া। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৪৯]
গ্রহস্বর: সা।
লয়: মধ্যম।