বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
নাই নাই নাই যে বাকি
পাঠ
ও পাঠভেদ:
নাই নাই নাই যে বাকি,
সময় আমার—
শেষের প্রহর পূর্ণ করে দেবে না কি॥
বারে বারে কারা করে আনাগোনা,
কোলাহলে সুরটুকু আর যায় না শোনা—
ক্ষণে ক্ষণে গানে আমার পড়ে ফাঁকি॥
পণ করেছি, তোমার হাতে আপনারে
শেষ করে আজ চুকিয়ে দেব একেবারে।
মিটিয়ে দেব সকল খোঁজা, সকল বোঝা,
ভোরবেলাকার একলা পথে চলব সোজা—
তোমার আলোয় ডুবিয়ে নেব সজাগ
আঁখি॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: পৌষ ১৩২৬ বঙ্গাব্দে এই গানটি রচিত হয়। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ৫৮ বৎসর ৮ মাস বয়সের রচনা। [সূত্র : গীতবিতান কালানুক্রমিক সূচী। প্রভাতকুমার মুখোপাধ্যায়]
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: র্সনর্সা।
লয়: মধ্য।