বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা:
		শিরোনাম: 
আমার এ পথ তোমার পথের
পাঠ ও পাঠভেদ:
আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে॥
আমার ফুলে আর কি কবে তোমার মালা গাঁথা হবে,
তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে কারে ডেকে॥
শ্রান্তি লাগে পায়ে পায়ে বসি পথের তরুছায়ে
সাথিহারার গোপন ব্যথা বলব যারে সেজন কোথা―
পথিকরা যায় আপন-মনে, আমারে যায় পিছে রেখে॥
পাণ্ডুলিপির পাঠ: Ms. 162।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
	ক. রচনাকাল ও স্থান: 
      
	১৩৩১ 
	
	 
	বঙ্গাব্দের 
			
			কার্তিকে 
	
	 
	এই 
	গানটি রচিত হয়। এই বিচারে 
	গানটি রবীন্দ্রনাথের 
	৬৩ বৎসর ৬ মাস বয়সের রচনা। 
	 
	[সূত্র : 
      
	
	
	গীতবিতান কালানুক্রমিক সূচী। 
	প্রভাতকুমার মুখোপাধ্যায়।]
 
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৯)
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম