বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা : 
শিরোনাম: 
দুঃখ যে তোর নয় রে চিরন্তন
পাঠ ও পাঠভেদ:
দুঃখ যে তোর নয় রে চিরন্তন-
পার আছে রে এই সাগরের বিপুল ক্রন্দন ॥
এই জীবনের ব্যথা যত এইখানে সব হবে গত,
চিরপ্রাণের আলয়-মাঝে অনন্ত সান্ত্বন ॥
মরণ যে তোর নয় রে চিরন্তন-
দুয়ার তাহার পেরিয়ে যাবি, ছিঁড়বে রে বন্ধন।
এ বেলা তোর যদি ঝড়ে পূজার কুসুম ঝ'রে পড়ে,
যাবার বেলায় ভরবে থালায় মালা ও চন্দন ॥
আলয়-মাঝে অনন্ত সান্ত্বন : গীতবিতান ১ (পৌষ ১৩৫২)
আলয় মাঝে বিপুল সান্ত্বন : কাব্যগীতি (১৩২৬)
: গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
ছিঁড়বেরে বন্ধন : কাব্যগীতি (১৩২৬)
পড়'বে রে বন্ধন               
: গীতবিতান (আশ্বিন 
১৩৩৮)
 
তথ্যানুসন্ধান
		
		ক. 
			রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথের 
		পাণ্ডুলিপি 
		 
		
		
		RBVBMS 229
		
		
		-তে 
		লিখিত এই গানের শেষে  সময় ও স্থান লেখা আছে- ' সুরুল/১ আশ্বিন'।
		
		উল্লেখ্য, ১৩২১ বঙ্গাব্দের 
		ভাদ্র মাসে রবীন্দ্রনাথের বড় ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর সুরুলের কুঠি বাড়িতে কৃষি-গবেষণার 
		জন্য বসবাস শুরু করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথ প্রতিদিনই গরুর গাড়িতে সকাল 
		বেলায় শান্তিনিকেতন থেকে সুরুল যেতেন এবং বিকেলে ফিরে আসতেন। রবীন্দ্রনাথের 
		এই যাতায়াত শুরু হয়েছিল ৮ই ভাদ্র থেকে এবং শেষ হয়েছিল 
২২শে 
		আশ্বিন তারিখে রবীন্দ্রনাথ বুদ্ধগয়া যাওয়ার আগের দিন পর্যন্ত। 
		 রবীন্দ্রনাথের এই যাতায়াত 
		শুরু হয়েছিল ৮ই ভাদ্র থেকে এবং শেষ হয়েছিল 
২২শে 
আশ্বিন তারিখে রবীন্দ্রনাথ বুদ্ধগয়া যাওয়ার আগের দিন পর্যন্ত। 
 তাঁর এই আসা-যাওয়ার ভিতরে ২০শে আশ্বিন 
		পর্যন্ত ৫৭টি গান রচনা করেছিলেন। এর ভিতরে এই গানটি তিনি ১ আশ্বিন 
		[শুক্রবার, ১৮ সেপ্টেম্বর] সুরুল-এ রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৫৩ 
		বৎসর ৫ মাস।
       
[৫৩  বৎসর 
	অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
			
		
		
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগীতি (১৩২১ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
গীতবিতানের পূজা (উপ-বিভাগ : শেষ-২৯) পর্যায়ের ৬১২ সংখ্যক গান।
গীতালি সংযোজন-৯ (১৩২১ বঙ্গাব্দ)। রবীন্দ্ররচনাববলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ৩০১।
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)। বিবিধ ২৯। পৃষ্ঠা: ১১৭। [নমুনা]
স্বরবিতান ত্রয়স্ত্রিংশ (৩৩, কাব্যগীতি) খণ্ডের ১০ সংখ্যক গান। পৃষ্ঠা ৪০-৪২।
পত্রিকা:
শান্তিনিকেতন পত্রিকা (আশ্বিন-কার্তিক)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: