বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা:
শিরোনাম: দীপ নিবে গেছে মম নিশীথসমীরে,
 পাঠ ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: 
দীপ নিবে গেছে মম নিশীথসমীরে,
ধীরে ধীরে এসে তুমি যেয়ো না গো ফিরে॥
        এ 
পথে যখন যাবে  আঁধারে চিনিতে পাব—
                
রজনীগন্ধার গন্ধ ভরেছে মন্দিরে॥
আমারে পড়িবে মনে কখন সে লাগি
প্রহরে প্রহরে আমি গান গেয়ে জাগি।
          
ভয় পাছে শেষ তারে   ঘুম আসে আঁখিপাতে,
                
ক্লান্ত কণ্ঠে মোর সুর ফুরায় যদি রে॥
 
	
		- পাণ্ডুলিপির পাঠ: 
		
- 
	 	 
		পাঠভেদ: 
- 
			তথ্যানুসন্ধান:
	- ক. রচনাকাল ও স্থান: 
৯ অগ্রহায়ণ, ১৩২৮ বঙ্গাব্দ 
[শনিবার ২৬ নভেম্বর]। শান্তিনিকেতন। 
	
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি: 
	
		- গ্রন্থ: 
	
		- গীতবিতানের প্রেম  (প্রেম 
বৈচিত্র্য-২৫৭)পর্যায়ের ২৮৭ 
সংখ্যক গান।
- 
  নবগীতিকা 
		(বৈশাখ ১৩২৯ বঙ্গাব্দ)
- 
				
				প্রবাহিনী 
				(বিশ্বভারতী ১৩৩২ 
			বঙ্গাব্দ)। প্রত্যাশা ৯। 
পৃষ্ঠা: ৩৫। [নমুনা]
- 
		স্বরবিতান
		চতুর্দশ 
		(১৪, 
নবগীতিকা প্রথম খণ্ড) খণ্ডের ২৩ সংখ্যক 
গান।
		পৃষ্ঠা ৬৮-৬৯।
 
- পত্রিকা:
		- 
		ভারতী 
(বৈশাখ ১৩২৯ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল। 
		
 
 
- 
	
	গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- স্বরলিপিকার: 
দিনেন্দ্রনাথ ঠাকুর।
- 
		সুর ও তাল: 
		- 
		স্বরবিতান
		চতুর্দশ খণ্ড (নবগীতিকা প্রথম খণ্ড, সংস্করণ বৈশাখ ১৪১৫) গৃহীত গানটির 
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
		
		উক্ত স্বরলিপিটি ২।৩ 
মাত্রা ছন্দে অর্ধ ঝাঁপতালে 
নিবদ্ধ।
		
- রাগ : মিশ্র  বেহাগ।  [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৯]
- 
		রাগ : 
		বেহাগ। তাল:
		
		অর্ধঝাঁপতাল। 
		
		[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] 
		পৃষ্ঠা: ৫৯। 
- 
		রাগ : 
		বেহাগ। তাল:
		
		অর্ধঝাঁপতাল।  [রাগরাগিণীর এলাকায় 
	রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, 
	জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০২।] 
 
 
 
- গ্রহস্বর-পহ্মা।
		
		
 লয়-মধ্য।