বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা: 
শিরোনাম: 
      দুয়ার 
      মোর পথপাশে,
      
      
      
      সদাই তারে খুলে রাখি।
পাঠ ও পাঠভেদ:
দুয়ার মোর পথপাশে, সদাই তারে খুলে রাখি।
কখন্ তার রথ আসে ব্যাকুল হয়ে জাগে আঁখি॥
শ্রাবণে শুনি দূর মেঘে লাগায় গুরু গরো-গরো,
ফাগুনে শুনি বায়ুবেগে জাগায় মৃদু মরো-মরো—
আমার বুকে উঠে জেগে চমক তারি থাকি থাকি॥
সবাই দেখি যায় চলে পিছন-পানে নাহি চেয়ে
উতল রোলে কল্লোলে পথের গান গেয়ে গেয়ে।
শরৎ-মেঘ যায় ভেসে উধাও হয়ে কত দূরে
যেথায় সব পথ মেশে গোপনে কোন্ সুরপুরে।
স্বপনে ওড়ে কোন্ দেশে উদাস মোর মনোপাখি॥
পাণ্ডুলিপির পাঠ: [পাণ্ডুলিপি: MS. NO 111: পৃষ্ঠা: ১০৭]
পাঠভেদ:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
সুর ও তাল:
			
			
			স্বরবিতান  ষোড়শ 
			(১৬, 
			গীতপঞ্চাশিকা। 
			আশ্বিন 
১৪১৩)
খণ্ডে 
গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। গানটি ৯ মাত্রা 
বিশিষ্ট একটি তাল নিব্দ্ধ। এর কোনো নাম পাওয়া যায় না। এই কারণে একে  'টানা 
৯ মাত্রা তাল হিসেবে উল্লেখ করা হলো।
            [স্বরলিপি]
গ্রহস্বর: মা