বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
ওই বুঝি
কালবৈশাখী
পাঠ ও পাঠভেদ:
ওই বুঝি কালবৈশাখী
সন্ধ্যা-আকাশে দেয় ঢাকি॥
ভয় কী রে তোর ভয় কারে, দ্বার খুলে দিস চার ধারে-
শোন্ দেখি ঘোর হুঙ্কারে নাম তোরই ওই যায় ডাকি॥
তোর সুরে আর তোর গানে
দিস সাড়া তুই ওর পানে।
যা নড়ে তায় দিক নেড়ে, যা যাবে তা যাক ছেড়ে,
যা ভাঙা তাই ভাঙবে রে- যা রবে তাই থাক বাকি॥
পাঠভেদ:
ক. রচনাকাল ও স্থান: ১৩২৬ বঙ্গাব্দ। গানটি রবীন্দ্রনাথের ৫৮ বৎসর বয়সের রচনা।
অরূপরতন (১৩২৬ বঙ্গাব্দ)
কাব্যগীতি (১৩২৬ বঙ্গাব্দ)
গীতবিতানের প্রকৃতি (গ্রীষ্ম-৮) পর্যায়ের ১৭ সংখ্যক গান।
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)। অবসান ১৮। পৃষ্ঠা: ৯০। [নমুনা]
স্বরবিতান দ্বিচত্বারিংশ (৪২) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) ২৭ সংখ্যক গান। পৃষ্ঠা ৮৪-৮৫।
পত্রিকা:
প্রবাসী (আষাঢ় ১৩২৬)
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
রাগ ও তাল:
স্বরবিতান দ্বিচত্বারিংশ (৪২) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত মূল স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪। মাত্রা ছন্দে কাহারবা তালে নিবদ্ধ।
রাগ: ইমন। তাল: কাহারবা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি ১৯১৩)]
রাগ: ইমন। তাল: কাহারবা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৪০।]
রাগ: ইমন। তাল: কাহারবা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৪]
গ্রহস্বর: র্গা।
লয়: দ্রুত।