যেতে যদি হয় হবে-
যাব, যাব, যাব তবে ॥
লেগেছিল কত ভালো
এই-যে আঁধার আলো-
খেলা করে সাদা কালো
উদার নভে।
গেল দিন ধরা-মাঝে
কত ভাবে, কত কাজে,
সুখে দুখে কভু লাজে,
কভু গরবে॥
প্রাণপণে কত দিন
শুধিছে কঠিন ঋণ,
কখনো বা উদাসীন
ভুলেছি সবে।
কভু ক'রে গেনু খেলা,
স্রোতে ভাসাইনু ভেলা,
আনমনে কত বেলা
কাটাইনু ভবে॥
জীবন হয় নি ফাঁকি,
ফলে ফুলে ছিল ঢাকি,
যদি কিছু রহে বাকি
কে তাহা লবে!
দেওয়া-নেওয়া যাবে চুকে,
বোঝা-খসে যাওয়া বুকে
যাব চলে হাসিমুখে-
যাব নীরবে॥
সুর ও তাল:
স্বরবিতান দ্বিতীয়
খণ্ডে (সংস্করণ মাঘ ১৪১২) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ ছন্দে
দাদরাতালে নিবদ্ধ।
[দাদরা
তালে নিবদ্ধ গানের তালিকা]
রাগ : ভৈরবী। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা ৭৬।
রাগ : ভৈরবী। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা ১৩২।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: দা্।
লয়: মধ্য।